শ্রীপুরে ঘন ঘন লোড শেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎ গ্রাহকরা সোমবার দুপুরে ময়মনসিংহ পল্লী বিদ্যুতের মাওনা জোনাল অফিসে হামলা চালিয়েছে। বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের মেইন গেইট দিয়ে ভিতরে ঢুকে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মারধোর করে আসবাবপত্র ভাংচুর করে।
জানা যায়, এক সপ্তাহ যাবৎ শ্রীপুরের বিভিন্ন অঞ্চলে প্রচন্ড গরমের পাশাপাশি চলছে বিদ্যুতের ঘন ঘন লোড সেডিং চলছে। এতে ব্যবসায়ী, শিল্প মালিক সহ সাধারণ গ্রাহকরা অতিষ্ট হয়ে উঠে।
সোমবার সকাল থেকে মাওনা এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় বেলা ১২ টার দিকে গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মাওনা জোনাল অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অফিস তছনছ করে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করে।
হামলায় ডিজিএম এমদাদুল হক, জুনিয়র প্রকৌশলী মোজম্মেল হক, জিয়াউদ্দিন ও কবিরসহ কয়েক বিদ্যুত কর্মী আহত হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মাওনা জোনাল অফিসের ডিজিএম এমদাদুল হক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করন কাজের জন্য মাওনা এলাকায় বিদ্যুত সরবরাহ সাময়িক বন্ধ থাকায় গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।
COMMENTS