এগারো বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন ধর্ষিতার বাবা-মা। মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্তের পক্ষে পুলিশ নিয়মিত হানা দিচ্ছে অভিযোগকারীর বাড়িতে।
২০১৩ সালের ২ সেপ্টেম্বর প্রাইভেট পড়তে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয় শিশুটি। গাজীপুর মহানগরের চতর এলাকার প্রতিবন্ধী নগরে তার বাড়ি।
প্রতিবেশী তোতা মিয়ার ছেলে আজগর আলী(১৮) মেয়েটিকে মুখে কাপড় বেঁধে পার্শ্ববর্তী কাঠের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গাজীপুর মহানগরের ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু বিষয়টি আপোষ-নিষ্পত্তির চেষ্টা করলে আসামি পক্ষ তা মানতে নারাজ।
পরে শিশুটির মা গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন।
পুলিশ রিপোর্টের ভিত্তিতে আদালতে মামলাটি সত্য প্রমাণিত হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ আসামিকে গ্রেফতার না করে আসামি পক্ষের সুপারিশ অনুযায়ী উল্টো তাদের মামলা প্রত্যাহারের জন্য হয়রানি করছেন।
জীবনের ভয়ে বাবা-মা মেয়েটিকে এক নিকট আত্মীয়ের বাসায় লুকিয়ে রেখে নিজেরাও পালিয়ে বেড়াচ্ছেন।
গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাহবুব রশিদ খান শিপু বলেন, অভিযোগকারী পরিবার বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। পুলিশ মামলা প্রত্যাহারের জন্য বাদীকে বাধ্য করতে গ্রেফতারের চেষ্টা করছে।
COMMENTS