পলাশ প্রধান: টঙ্গীতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করেন। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০ টার দিকে টঙ্গী ৫০ শয্যা সরকারি হাসপাতালের নার্সেস ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি টঙ্গীর প্রধান প্রধান মহাসড়ক ঘুরে হাসপাতালে এসে শেষ হয়।
নার্সেস সুপারভাইজার বদরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচানা সভায় বক্তব্য রাখেন, জান্নাতুল নাহার (সাথী), রেহেনা আক্তার খাতুন, শাহিন আক্তার, রোকসানা পারভীন প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় পরিচালিত নার্স ও অভিভাবকরা যোগ দেন। এতে টঙ্গী সরকারি হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ মুস্তফিজুর রহমান আলোচনা সভাটি পরিচালনা করেন ।
র্যালি ও আলোচনা সভায় পরিচালিত নার্স ও অভিভাবকরা যোগ দেন। এতে টঙ্গী সরকারি হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ মুস্তফিজুর রহমান আলোচনা সভাটি পরিচালনা করেন ।
COMMENTS