গত ৭২ ঘন্টার ব্যবধানে মুক্তিপণের দাবিতে টঙ্গীর পৃথক স্থান থেকে আবার তিন ব্যক্তি নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন-টঙ্গীর মিলগেট এলাকার একতা ট্রান্সপোর্টের ব্যাবস্থাপক মোঃ জুন্নুন (৩৫), মরকুন পশ্চিমপাড়া সুলতান ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া মোঃ সুজন মিয়া (৩৫) ও বোর্ড বাজারের তাওহিদুল ইসলাম সাগর (১৯)। এসব ঘটনায় টঙ্গী মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
একতা ট্রান্সপোর্টের ব্যাবস্থাপনা পরিচালক মইন উদ্দিন জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টায় আমাদের ট্রান্সপোর্টের ম্যানেজার জুন্নুন উত্তরার এমসিসি ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলন করে টঙ্গী আসার পথে নিখোঁজ হন। দুইদিন গত হয়ে গেলেও উত্তরা ও টঙ্গী থানায় দৌড়ঝাঁপ করে তার কোন সন্ধান পাচ্ছিনা। বিগত ৩ বছর সে আমাদের ট্রান্সপোর্টে কর্মরত আছে। তার কাজে কোন প্রকার ভুল বা গাফিলতি পাইনি। সে টাকাসহ অপহরণ হয়েছে না আত্মগোপনে রয়েছে কোন কিছু বুঝে উঠতে পারছি না। তার মোবাইল বন্ধ রয়েছে।
অপরদিকে একইদিন রাত ৯টায় স্থানীয় মরকুন টিএন্ডটিগেট এলাকা থেকে অটোরিকশা ব্যবসায়ী সুজনকে দুর্বৃত্ত্বরা অপহরণ করে নিয়ে যায়। এসময় তার কাছে নগদ ৩০ হাজার টাকা ছিল। অপহরণের পর থেকে দুর্বৃত্ত্বরা তার স্বজনদের কাছে বিভিন্ন মুঠোফোনের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করছে বলে তার পরিবারের সদস্যরা জানান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায়, মাগুরা থেকে টঙ্গী আসার পথে আব্দুলাহপুর বাসস্ট্যান্ডে নামারপর সাগর নামে এক যুবক অপহরণ হয়। অপহরণের পর তার মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। এ নিয়ে টঙ্গীতে গত দেড় সপ্তাহে ৬ জন নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, এসব বিষয়ে থানায় সাধারণ ডাইরি হয়েছে এবং তদন্ত চলছে। আর সাগর অপহরণের সাথে জড়িত সন্দেহে বোর্ড বাজারের ইমতিয়াজ সুয়েটার কারখানার মালিক ইকবাল হোসেন হীরুকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
COMMENTS