পলাশ প্রধানঃ ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর স্যোশাল চেইঞ্জ কর্মসূচির সহায়তায় টঙ্গীর আউচপাড়া আল হেলাল স্কুলে গতকাল বৃহস্পতিবার ব্র্যাকের সড়ক নিরাপত্তা বিষয়ক জ্ঞান প্রচারের লক্ষ্যে স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১১০ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রথম পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ২৫ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচন করে তাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ১ম, ২য়, ৩য় সহ মোট ১০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে ডেমনস্ট্রেশন (প্রদর্শনী)এর মাধ্যমে কিভাবে রাস্তা পারাপার ও রাস্তায় চলাচল করতে হয় তা হাতে কলমে শেখান হয় এবং প্রজেক্টরের মাধ্যমেও সড়ক নিরাপত্তা বিষয়ক এ্যানিমেশন শো দেখান হয়।
কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মোঃ হেদায়েত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ আলমগীর হোসেন, অ্যাডভোকেসি ফর স্যোশাল চেইঞ্জ কর্মসূচির স্যোশাল কমিউনিকেটর মোঃ রফিকুল ইসলাম, যোগাযোগ কর্মী আবেদুর রহমান, যোগাযোগ কর্মী আব্দুল্লাহ-আদ-তারেক এবং স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে ব্র্যাক কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং এ প্রতিযোগিতা আয়োজন করার জন্য তিনি ব্র্যাককে ধন্যবাদ জানান। তিনি ব্র্যাকের অ্যাডভোকেসি ফর স্যোশাল চেইঞ্জ কর্মসূচির সাথে কাজ করার ইচ্ছা পোষন করেন। এ প্রতিযোগিতার মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাওয়ায় স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী একটি কর্ম পরিকল্পনা করে সে অনুযায়ী পরবর্তীতে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়।
COMMENTS