পলাশ প্রধানঃ টঙ্গীর পূর্ব আরিচপুরে এক গৃহবধূ সেফালির শ্লীলতাহানির দায়ে মাসুদ পাটোয়ারী (৩০) নামে এক যুবকের দেড় বছর কারাদণ্ড, ও এক হাজার টাকা নগদ জরিমানা করেছে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
জানা যায়, গত ১৭ই মে টঙ্গী পূর্ব আরিচপুরের সেফালির বাড়িতে নিজ গোসল খানায় গোসল করার সময় পার্শ্ববতী বখাটে মাসুদ পাটোয়ারী গোপনে সেফালির পুরো গোসল মোবাইল ক্যামেরার মাধ্যমে ভিডিও করে। সেফালি তা টের পেয়ে যায়। তাৎক্ষণিক বখাটে যুবক মাসুদ পাটোয়ারীর হাত থেকে মোবাইল ক্যামেরাটি ছিনিয়ে নেয়। এসময় মাসুদ পাটোয়ারী তার ব্যবহৃত মোবাইল রেখেই দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি আশপাশের লোককে জানান।
পরক্ষণে এ ঘটনায় সেফালি বাদি হয়ে টঙ্গী থানায় একটি অভিযোগ দাখিল করেন। টঙ্গী থানা পুলিশ তদন্ত সাপেক্ষে এসআই হেলাল অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ ঘটনায় গত মঙ্গলবার মাসুদ পাটোয়ারীকে টঙ্গী থানা পুলিশ গ্রেফতার করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি আলামত হিসেবে জব্দ করে গাজীপুর কোর্টে প্রেরণ করে। গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদ আনোয়ার ৩৫৪ ধারায় বখাটে যুবক মাসুদ পাটোয়ারীকে জেল ও জরিমানা করেন।
এব্যাপারে টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আসামী মাসুদ পাটোয়ারীকে গ্রেফতার ও তার আলামতসহ গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
কোর্ট বাদীর অভিযোগের সত্যতা পেয়ে আসামী মাসুদকে দেড় বছরের কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা জরিমানা করে।
COMMENTS