পলাশ প্রধানঃ টঙ্গীতে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
গত রবিবার টঙ্গীর আউচপাড়া এলাকায় অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গির আলম । সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাই টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মুমিন উল্লাহ,গাজীপুর সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, ডাঃ গাজী মোঃ ইসমাইল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয় এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। পেশাগত দায়িত্বপালনে বিশেষ অবদান রাখায় মাই টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয় ।
COMMENTS