টঙ্গীর পূর্ব আরিচপুরে গতকাল স্থানীয় এক যুবলীগ নেতা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ (২৩)। ধর্ষক যুবলীগ নেতার নাম রমজান আলী।
নববধূর পরিবার ও টঙ্গী থানা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূ প্রায় এক সপ্তাহ আগে তার বাবা-মার বাসায় নাইয়র (বেড়াতে) আসেন।
গতকাল নববধূকে ঘরে একা পেয়ে আলী হোসেনের ছেলে যুবলীগ নেতা রমজান হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। সংবাদ পেয়ে টঙ্গী থানার ওসির নেতৃত্বে বিপুল পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে। পুলিশ নববধূকে উদ্ধার করতে পারলেও ধর্ষক পালিয়ে যায়।
রাতে টঙ্গী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল। একই সাথে মামলা না নিতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের থানায় জোর তদবির করতে দেখা গেছে।
COMMENTS