রেজাউল কবির রাজিবঃ টঙ্গীতে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ টঙ্গীতে শীর্ষ স্থান অর্জন করেছে। এসএসসি পরীক্ষায় সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ থেকে ৫৩৭জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। এর মধ্যে ৩৩৮জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে ২৫৫জন, ব্যবসায়ীক শিক্ষা শাখায় ৮১জন, মানবিক শাখায় ২ জন।
এছাড়াও টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় ৩২৯জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। এর মধ্যে ১২৮জন জিপিএ-৫ পেয়েছে। এসএসসি পরীক্ষায় ২৬৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। তার মধ্যে বিজ্ঞান শাখায় ৪৮জন, ব্যবসায়ীক শিক্ষা শাখায় ৪৬ জন, মানবিক শাখায় ৪জন, এসএসসি ভোকেশনাল শাখায় ৬৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৩১জন। টঙ্গী সিরাজ উদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ঢাকা বোর্ডের মধ্যে সেরা দশের ভিতরে নবম স্থান অর্জন করেছে।
টঙ্গী পাইল স্কুল এন্ড গার্লস কলেজ ৩৮৭জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে। টঙ্গী সাতাইশ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ১৫৫জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৩জন।
টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা টঙ্গী শাখা সারা বাংলাদেশের ভিতরে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ বছর টঙ্গী শাখা থেকে ২৬০জন ছাত্রছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২০৬জন এ প্লাস ৪৪জন এ পেয়েছে।
COMMENTS