টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় এক এক যুবক (৩৯) নিহত ও ৪ জন আহত হয়েছেন। হতাহতদের কারো পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হলে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি পিক-আপ ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পিক-আপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একইভাবে সামনের স্কুটারকে ধাক্কা দিলে সেটি সামনের আরো দুটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ওইসব গাড়ির অন্তত আট জন যাত্রী আহত হন।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি পিক-আপ ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পিক-আপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একইভাবে সামনের স্কুটারকে ধাক্কা দিলে সেটি সামনের আরো দুটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ওইসব গাড়ির অন্তত আট জন যাত্রী আহত হন।
এলাকাবাসী গুরুতর আহত মোটর সাইকেল আরোহি যুবককে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।
COMMENTS