টঙ্গীতে চাঁদার দাবীতে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিয়োগে বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।
আহত ব্যবসায়ী সালাহউদ্দিন জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম মিয়ার নির্দেশে তার ভাগিনা টিপু (২৭) তার কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। দাবীকৃত চাঁদা না পেয়ে কাউন্সিলরের লালিত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১৪-১৫ জন সন্ত্রাসী রামদা, চাপাতি, লোহার রড ইত্যাদি নিয়ে তার মিলবাজারস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অতর্কিতে হামলা চলায়। এসময় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাঙচুর শুরু করলে সে বাঁধা দেয়। এতে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অংশে এলোপাতারী কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে তার ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে অবস্থার অবনতি ঘটলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করেন।
পুলিশ জানায়, বুধবার রাতের সন্ত্রাসী কর্মকান্ডে স্থানীয় কাউন্সিলর মো. সেলিম মিয়ার বোনের ছেলে টিপুসহ ফারুক, রনি, আব্দুর রশিদ ও মিজান অংশ নেয়। এ ব্যপারে কাউন্সিলর সেলিমের সাথে যোগাযোগ করা হলে তার নির্দেশে হামলার কথা তিনি অস্বীকার করেন।
টঙ্গী মডেল থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্যের ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের সংক্রান্তে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
COMMENTS