পলাশ প্রধানঃ টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল কলেজ মাঠ প্রাঙ্গণে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আজিম হায়দার আদিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ এবিএম আফাজ উদ্দিন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, টঙ্গী থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, কানন মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
COMMENTS