পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কংগ্রেসের সাহস নেই। তাই তারা কেন্দ্রীয় সরকারে থাকা সত্ত্বেও গুজরাট মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী দোর্দন্ড প্রতাপে অগ্রহণযোগ্য সব কাজ করার সাহস পেয়েছেন এবং এখনো করে চলেছেন। মমতা বলেছেন, দিল্লিতে কেন্দ্রীয় সরকারে যদি তিনি ক্ষমতায় থাকতেন তবে মোদীর ঠিকানা হতো কারাগার।
গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মমতা। তৃণমূল নেত্রী আরো বলেন, কংগ্রেস সরকার সব সময় ভয়ে কুঁকড়ে থাকে। তাই মোদীর মতো লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ভয় পায়। যে দল কেন্দ্রে ক্ষমতায় থাকে তাদের এমন দুর্বল মানসিকতার হলে চলে না বলে তৃণমূল নেত্রী মন্তব্য করেন। ক্রিকেটের ম্যাচ ফিক্সিং এর উদারহরণ টেনে এনে মমতা বলেন, কংগ্রেস বিজেপি আসলে আঁতাতের রাজনীতি করছে। একারণে তারা মোদীর বিরুদ্ধে কোনো কথাই বলছে না।
তৃণমূল কংগ্রেস নেত্রী জনসভায় তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এসে মোদী ভোট প্রার্থনা করে গেছেন। কিন্তু তিনি সুস্থ রাজনীতি করতে জানেন না। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো তার প্রধান দায়িত্ব। তিনি পশ্চিমবঙ্গে এসে সেই কাজটিই করে গেছে। মমতা বলেন, কংগ্রেস সরকার তাকে থামাতে ব্যর্থ হয়েছে। ক্ষমতায় গেলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের বিতাড়িত করার মোদীর ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কংগ্রেসের স্থানে তিনি থাকলে মোদীর কোমরে রশি বেধে টানতে টানতে নিয়ে জেলে ভরতেন।
জনসভায় মমতা আরো বলেন, কংগ্রেস সরকার যদি শুরু থেকেই বিজেপি নেতার মুখের লাগাম টেনে ধরার ব্যবস্থা করত তবে তিনি এত আজেবাজে কথা বলার সাহস দেখাতেন না। মোদী এখনই নিজেকে প্রধানমন্ত্রী ভেবে বসে আছেন বলে মমতা অভিযোগ করে বলেন, যে সন্তান এখনো জন্মই নিল না মোদীবাবু তার বিয়ের তারিখ ঠিক করে ফেলেছেন! এমনকি কে বর হবে আর কে কনে হবে তাও ঠিক করে ফেলেছেন! ১৬ মের পর জনগণই মোদীকে দেশ থেকে বিতাড়িত করবে বলে তিনি হুমকি দিয়ে বলেন, সংখ্যালঘু ভাইবোনেরা আপনারা কি শুনছেন যে ১৬ মের পর মোদীকে বিতাড়িত করা হবে? মোদীকে তল্পিতল্পা নিয়ে তৈরী থাকতেও তিনি আহ্বান জানান। মমতা বলেন, আমি মা মাটি মানুষের রাজনীতি করি। প্রধানমন্ত্রী হলেও কেউ রাষ্ট্রীয় আইন লংঘন করার অধিকার পায় না। মোদী তাই করার হুমকি দিয়েছেন।
COMMENTS