তুরস্কের একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডে ২০১ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আরো ৩০০ জনেরও বেশি শ্রমিক ভিতরে আটকা পড়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের সোমা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৮০ জন শ্রমিক।
ব্যক্তি মালিকানাধীন এই খনিটি রাজধানী আঙ্কারা থেকে ৪৫০ কি.মি. পশ্চিমে অবস্থিত।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের সময় খনিটিতে ৭৮৭ জন কর্মরত ছিলেন। তাদের কেউ কেউ বেরিয়ে আসতে পারলেও আটকা পড়েছেন অধিকাংশ শ্রমিক।
তুরস্কের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, উদ্ধারকর্মীরা আটকে পড়া জীবিত ব্যক্তিদের বের করে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং তারা প্রায় ৮০ জনকে আহত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন।
দেশটির বিদ্যুৎ ও জ্বালনি বিষয়ক মন্ত্রী তানের ইলডিজ বলেছেন, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া এ হতাহতের কারণ হতে পারে।
মানিসার মেয়র চেঙ্গিস এরগুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে অবশ্য তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিহতের সংখ্যা ১৭ বলে উল্লেখ করেছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ভেতরে শ্বাস-প্রশ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়েছে এবং প্রচ- ধুলায় দম বন্ধ হয়ে আসছে। উদ্ধারকর্মীরা বিশেষ যন্ত্রের সাহায্যে খনিটির ভেতরে অক্সিজেন পাঠাচ্ছেন।
হতাহত ও আটকে পড়া খনি শ্রমিকদের আত্মীয়-স্বজনদের পাশাপাশি হাজার হাজার উৎসুক মানুষ খনিটির মুখে ভিড় জমিয়েছেন।
তুর্কি খনি কোম্পানি সোমা কোমুর এক বিবৃতিতে খনিটির বিস্ফোরণকে একটি বেদনাদায়ক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, দু:খজনকভাবে এই দুর্ঘটনায় আমাদের কিছু কর্মীকে জীবন দিতে হয়েছে।
COMMENTS