‘শুধু বাড়ি নয় ইতিহাস গড়ি’ স্লোগানে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ গ্রুপ স্ক্যান সিমেন্টের আয়োজনে ভাল বাসা নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ছানাউল্লাহ, বিআরডিবি চেয়ারম্যান সোলায়মান সরকার, স্ক্যান সিমেন্টের ঢাকা নর্থ এরিয়া সেলস হেড ইনিজনিয়ার মামুনুর রশিদ, গাজীপুর জেলার ইনচার্জ ইনিজনিয়ার গোলাম রাশেদ, মার্কেটিং সেলস আরিফ হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মুহিদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মুহিদুল ইসলাম, এমটিবিএল ব্যাংকের ম্যানেজার মাসুদ করিম মিল্লাত, কাপাসিয়ার স্ক্যান সিমেন্ট এক্সিকিউটিভ ডিসট্রিভিওটর মো: ফরিদ বক্স জনি প্রমূখ।
কর্মশালায় বাড়িওয়ালাদের ভাল-বাসা নিমার্ণে ভূমি কম্পন প্রতিরোধ, প্ল্যানিং, ল্যাপিং, কিউরিং সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
COMMENTS