মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের গাড়ির আলাদাভাবে লাগানো কালো ও অস্বচ্ছ গ্লাস শনিবারের মধ্যে অপসারণের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে অপসারণ করতে হবে গাড়ির কালো, রঙিন, মার্কারি গ্লাস এবং অস্বচ্ছ ফিল্ম, পলিথিন ও প্লাস্টিক। তবে নির্মাণের সময় সংযোজিত (বিল্ট-ইন) বস্তু অপসারণ করতে হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দুই দিন পর সরকারি গাড়ি থেকে এসব অপসারণে নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (রাজ-২) মো. কামরুল হাসান খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জারি হয় মঙ্গলবার।
বৃহস্পতিবার বিকালে নিজ দপ্তরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১০ মের মধ্যে সরকারি যানবাহন অধিদপ্তরের আওতাধীন সব গাড়ির অস্বচ্ছ গ্লাস অপসারণ করতে বলা হয়েছে। অস্বচ্ছ গ্লাস অপসারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা নির্দেশনা অনুসরণ করতেও বলা হয়েছে বলে জানান সচিব।
মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, জেলা প্রশাসক (ডিসি), ইউএনওসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তর থেকে সরবারহ করা হয়।
সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার মো. রিয়াজ আহমেদ জানান, সরকারি যানবাহন অধিদপ্তরের অধীনে সারা দেশে দুই হাজার গাড়ি রয়েছে। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, জেলা প্রশাসক (ডিসি), ইউএনওসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের গাড়ির কালো গ্লাস অপসারণের জন্য বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব গাড়ির উইন্ডশিল্ড, দুই পাশের জানালা ও পেছনের কাচ নির্মিত (বিল্ট-ইন) অবস্থায় সংযোজিত, ওই সব বস্তু অপসারণ করতে হবে না। এ ছাড়া সব গাড়ির জানালায় আলাদাভাবে লাগানো অস্বচ্ছ বস্তু অপসারণ করতে হবে।
বাংলাদেশে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা বিশেষ করে ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়রসহ সাতজনের অপহরণ ও পরে খুন হওয়ার প্রেক্ষাপটে গত ৩০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাইক্রোবাস থেকে অস্বচ্ছ গ্লাস অপসারণের আদেশ জারি করেছিল।
COMMENTS