ফুটবলের বিশ্বকাপ আসর মানেই উন্মাদনা। ফুটবল উত্তেজনা মাতিয়ে তোলতে ব্রাজিলে জড়ো হচ্ছে অন্তত ১৫ লাখ যৌনকর্মী। ২০১৪ বিশ্বকাপে পর্যটকদের মনোরঞ্জন করে অর্থ অর্জন করতে দক্ষিণ আমেরিকার দেশগুলো ছাড়াও রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার যৌনকর্মী এরইমধ্যে রিও ডি জেনেরিওসহ ব্রাজিলের বিভিন্ন শহরে আসতে শুরু করেছে।
দীর্ঘ এক মাস ধরে রাস্তার মোড়ে মোড়ে বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষায় থাকবেন তারা। বিভিন্ন হোটেলে থাকবে তাদের ছবিসহ নামের তালিকা। আর এবারই প্রথমবারের মতো ক্রেডিট কার্ডে যৌনকর্মীর বিল পরিশোধের ব্যবস্থা করেছে ব্রাজিলের কয়েকটি প্রথম সারির ব্যাংক।
ব্রাজিলে যৌন ব্যবসা বৈধ। ফলে বিশ্বকাপ উপলক্ষে এ ব্যবসা যে দেশটির অর্থনীতিতে বেশ উত্তাপ ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে এক পর্যটন খাতে ব্রাজিলের অর্থনীতিতে যোগ হবে ৩০৩ কোটি ডলার। বিশ্বকাপ চলাকালীন ব্রাজিলে ভ্রমণ করবেন আনুমানিক ৩৭ লাখ বিদেশি পর্যটক। তাঁদের কাছ থেকে ডলার খসাতে প্রস্তুত যৌনকর্মীরাও।
COMMENTS