গাজীপুরের মারিয়ালি ও ছয়দানা ডেগেরচালা এলাকায় ঘরে আগুন লেগে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় বুধবার ভোরে বাসায় অগ্নিকান্ডে জুয়েল মিয়া (৩৫), তার স্ত্রী মুন্নী (২৫) ও তাদের ছয় মাসের এক ছেলে শিশু অগ্নিদগ্ধ হয়। তারা ওই এলাকার সফিকুল ইসলাম সফির দ্বিতল বাড়ির নিচ তলায় স্বপরিবারে ভাড়া থাকেন। অগ্নিদগ্ধ জুয়েলের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। ভোররাত চারটার দিকে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে মশারি ও বিছানায় লেগে গেলে তারা দগ্ধ হন।
এদিকে নগরের মারিয়ালি এলাকার মতিন মাস্টারের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন লাগে। আগুনে ঘরের দু’টি রুম পুড়ে গেছে। এ সময় মতিন মাস্টারের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) অগ্নিদগ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ওই বাড়ির লোকজন জানিয়েছেন।
COMMENTS