গাজীপুরের আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত আসামি আল আমিন (৩৬) এর মৃত্যু হয়েছে।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঢাকা মেডিকেল এর চিকিৎসক বলেন, তিনি ব্যাক পেইন সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে ২১ জুন ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যুবরণ করেন।
এর আগে তিনি কাশেমপুর কারাগারে ছিলেন। আল আমিন এর কয়েদি নম্বর ১১০৪/এ।
উল্লেখ্য, আহসান উল্লাহ মাস্টারকে ২০০৪ সালের ৭ মে এক সম্মেলনে গুলি করে হত্যা করা হয়।এই ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৫ সালের ১৬ এপ্রিল ২২ জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
COMMENTS