বসনিয়ার সাথে ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি আর্জেন্টিনা। ওই ম্যাচে লিওনেল মেসিও পরিচিত ছন্দে ছিলেন না। বসনিয়া ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে আর্জেন্টিনা। শনিবার ইরানের বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে অন্য ফুটবল তুলে ধরতে মরিয়া সাবেলার দল। ইরানকে হারিয়েই বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা পরিষ্কার করে নিতে চাইছেন মেসিরা।
বসনিয়া ম্যাচের পরে লিও মেসি বলেছিলেন, বসনিয়া ম্যাচে আমরা অনেক ভুল করেছি। তাই বসনিয়া ম্যাচের ভুল শুধতে নিয়ে মরিয়া আর্জেন্টিনা শিবির। পাশাপাশি বসনিয়া ম্যাচের পরে মেসি বলেছিলেন, তিন ফরোয়ার্ড নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলা পছন্দ করেন। তাঁর সঙ্গে আগুয়েরো ও হিগুয়েন আক্রমণে শুরু করুক এটাও চাইছেন তিনি। মেসির এই প্রস্তাবে সাবেলা কতখানি রাজি হবেন তা প্রশ্ন থাকছেই। তবে জানা গেছে ইরানের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের নমুনা মেলে ধরতে চায় আর্জেন্টিনা। সে ক্ষেত্রে শুরু থেকেই তিন ফরোয়ার্ডে খেলার সম্ভাবনা প্রবল। না হলে বসনিয়া ম্যাচের মতো শেষ পর্বে হিগুয়েনকে নামিয়ে তিন ফরোয়ার্ডে যাবেন সাবেলা।
ইরান ম্যাচ নিয়ে দারুণ সিরিয়াস মেসিরা। কোচ সাবেলা বলেছেন, বিশ্বকাপে প্রতিটি ম্যাচ শক্তিশালী। আমরা এই ম্যাচগুলো জিততে চাই। ইরান ভালো দল। আমাদের সতর্ক হয়ে ওদের বিরুদ্ধে খেলতে হবে। শুধু মেসি নয়, গোটা আর্জেন্টিনা শিবির মুখিয়ে রয়েছে ইরানের সেরা ছন্দ মেলে ধরতে। এখন দেখার ইরান কতটা চ্যালেঞ্জ জানাতে পারে মেসিদের।
এদিকে বসনিয়ার সাথে ম্যাচে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি আর্জেন্টিনা। ওই ম্যাচে লিওনেল মেসিও পরিচিত ছন্দে ছিলেন না । বসনিয়া ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে আর্জেন্টিনা। শনিবার ইরানের বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে অন্য ফুটবল তুলে ধরতে মরিয়া সাবেলার দল । ইরানকে হারিয়েই বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা পরিষ্কার করে নিতে চাইছেন মেসিরা।
COMMENTS