সংসদ সদস্য সিমিন হোসেন রিমি হত্যা চেষ্টা মামলায় আটক গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আরিফ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সকাল ১১টায় গাজীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
মুক্তি লাভের পর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর গাজীপুর জেলা আওয়ামী লীগ অফিসে সংবর্ধনা দেয় জেলা ছাত্রলীগ।
১৭ মে শনিবার দুপুরে কাপাসিয়ায় স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও আনিছুর রহমান আরিফ সমর্থকদের মধ্যে এক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ আরিফসহ ১১ জন নেতাকে আটক করে। এমপি রিমির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এমপিকে হত্যার চেষ্টা করা হয়েছে। অপরদিকে, আরিফের পক্ষ থেকে বলা হয়, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এরপর এমপির পক্ষ হয়ে পুলিশ একটি চায়ের স্টল থেকে আরিফসহ ১১ জনকে আটক করে। পুলিশ আরিফের বিরুদ্ধে দুটি মামলা দিয়ে গাজীপুর আদালতে পাঠায়। গাজীপুর আদালতে আরিফের পক্ষে প্রথম অবস্থায় কোনো আইনজীবী শুনানি করেননি।
অভিযোগ রয়েছে, সংসদ সদস্য রিমির ফোনের কারণে আইনজীবীরা আরিফের পক্ষে দাঁড়াননি। অবশেষ আদালত জামিন দিলে তিনি মুক্তিলাভ করেন।
আরিফের মুক্তির দাবিতে গাজীপুর ও কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও হরতাল পালিত হয়।
COMMENTS