ইরাকের বেশ কয়েকটি শহর দখল করে নেয়ার পর ইসলামী সুন্নী যোদ্ধারা এখন রাজধানী বাগদাদ দখলের জন্য এগিয়ে যাচ্ছে। ডেইলি মেইল জানায়, ইসলামী জিহাদি গোষ্ঠী আইএসআইএসের এই দলে রয়েছে ১২,০০০ সশস্ত্র যোদ্ধা।
তারা সোমবার আরো একটি শহর দখল করে নিয়েছে।
তাল আফার শহরের বাসিন্দারা জানিয়েছেন, তীব্র এক লড়াইয়ের পর আইসিসের নেতৃত্বে সশস্ত্র সুন্নি জঙ্গিরা এই শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
এই পরিস্থিতিতে সরকারি সৈন্য ও স্থানীয় পুলিশ তাদের অস্ত্রশস্ত্র ফেলে পালিয়েছে। শহরের শিয়ারাও ভয়ে পালাতে শুরু করেছে।
আর এই সংবাদে আমেরিকা তার বাগদাদের দূতাবাসে নিরাপত্তা জোরদার করেছে এবং দূতাবাসের ৫,৫০০ স্টাফদের অনেককে বিমানে করে পার্শ্ববর্তী এলাকার নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে ।
দূতাবাসের নিরাপত্তার জন্য ১০০ মেরিনা সেনা ও সেনাসদস্যদের বাগদাদ পাঠানো হয়েছে।
এদিকে ইরাক সংকটের মুখে মার্কিন রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ ইতোমধ্যেই উপসাগরীয় এলাকায় পৌঁছেছে।
খবরে বলা হয়েছে, আইএসআইএস যোদ্ধারা ১৪০০ ইরাকি সৈন্যকে হত্যা করেছে যাদেরকে তারা বন্দি করেছিল।
তাদের হাতে বন্দি ছিল ৪,০০০ ইরাকি সেনা।
সুন্নী যোদ্ধারা তাদের এক ওয়েবসাইটে নিহত সৈনিকদের ভিডিও প্রকাশ করেছে।
COMMENTS