গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা উদ্বোধন করা হয়। গত অর্থ বছর যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে মাস ব্যাপি এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা ১০ জুন হতে ২৮ আগস্ট পর্যন্ত চলবে।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর চেয়ারম্যান প্রফেসর ডা. সাহানা আফরোজ। উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. খালেদ সুলতান, ড. মো. মুখলেছুর রহমান বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বিএআরআই এর অবসরপ্রাপ্ত মহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ৫ শ’ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
COMMENTS