দেশীয় স্বনামধন্য ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার প্রথম বিভাগ ভলিবল লিগ-২০১৪’।
পল্টন ভলিবল মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক, ফরেন ট্রেড মনিটোরিং (আর বি গ্রুপ)।
উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন, মীর মোতাহার হাসান। আরও উপস্থিত ছিলেন আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোর্টস, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক ও লিগ কমিটির সিনিয়র চেয়ারম্যান এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তাবিউর রহমান পালোয়ান ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুলসহ অন্যান্য কর্মকর্তারা। ৫-১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত এবারের লিগে ঢাকা মহানগরীর ৭টি ক্লাব অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। জয় পেয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব ও ইস্ট এন্ড বয়েজ। ৩-০ সেটে জয় পাওয়া উত্তরা এসসি ২৫-৭, ২৫-১৪ ও ২৫-২৩ পয়েন্টে পরাজিত করে মাদারটেক মিতালী সংঘকে।
অপর খেলায় বাংলাদেশ জেলকে ৩-২ সেটে হারায় ইস্ট এন্ড বয়েজ। ইস্ট এন্ড বয়েজ জয় তুলে নেয় ১৭-২৫, ২৫-১৬, ২৫-২০, ২৫-১৬ ও ১৫-১৩ পয়েন্টে।
আগামীকাল বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হবে নবজাগরণী সংঘ ও স্বাবলম্বী সোসাইটি এবং একই সময়ে অপর খেলায় মাঠে নামবে ভাই ভাই সংঘ ও ইস্ট এন্ড বয়েজ।
COMMENTS