নিজস্ব প্রতিবেদক: ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক ও বিভিন্ন কর কমানোর কারণে বেশ কিছু পণ্যের দাম কমবে। আবার আমদানি শুল্কসহ বিভিন্ন কর বাড়ানোর কারণে বেশ কিছু পণ্যের দাম বাড়বে।
বিদ্যমান সম্পূরক শুল্ক হারক ১০ স্তর থেকে ১২ স্তর বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে বাজাটে মোট ৭৭০টি পণ্যের সম্পূরক শুল্ক পরিবর্তনের প্রস্তাব রয়েছে। যার কারণে আনুমানিক ৫০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।
ঔষুধ শিল্পের প্রসারের জন্য এই খাত সংশ্লিষ্ট কাঁচামালের উপর ১০ ও ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ১৪টি কাঁচামালের উপর থেকে শুল্ক সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করা হয়েছে। ফলে এই সংক্রান্ত ওষুধের দাম কমবে। থ্যালাসিমিয়া রোগীদের জন্য অত্যাবশ্যক ইনফিউশ পাম্প এর আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করা হয়েছে। আয়ুবের্দিক ঔষধের দাম কমবে। হাঁস-মুরগি ও গবাদিপশু খাতের উন্নয়নে এ সংক্রান্ত বিভিন্ন উপকরণ ও কাচাঁমালের শুল্ক কামানো হয়েছে। ফলে এগুলো দাম কমবে। দেশীয় কাগজ, গ্লাস, সিরামিক, রাবার, ফার্নিচার, রং, ইলেকট্রিক্যাল পণ্য, প্লাস্টিক পণ্য, বিলেট, স্পঞ্জ আয়রন, রিডিউসড আয়রন, মাল্টিপ্লেক্সার, গ্রান্ড মাস্টার ক্লক প্রভৃতি।
দাম বাড়বে
২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্কসহ বিভিন্ন কর বাড়ানোর কারণে বেশ কিছু পণ্যের দাম বাড়বে।
এর মধ্যে রয়েছে, আমদানি করা বাসের টায়ার, বাইসেকেলের টিউব, জ্বালানি তেল, ১৫০১ সিসি থেকে ২০০০ সিসি মোটরগাড়ি, ১৫০০ সিসি থেকে ২৫০০ সিসির হাইব্রিড মোটরগাড়ি, ১৫০১ থেকে ১৮০০ সিসির মাক্রোবাস, ১৫০১ থেকে ২৭৫০ সিসি পিকআপ, মোবাইল ফোন, আমদানি করা এলপিজি সিলিন্ডার, এনার্জি সেভিং ল্যাম্প, ফ্যান, ডায়াপার।
COMMENTS