জেনেশুনেই বিবাহিত পুরুষের সঙ্গে ঘরে বেঁধেছেন এমন নারীর সংখ্যা কম নয়। সেই তালিকায় বলিউডের অনেক তারকা অভিনেত্রীও আছেন, যারা বিবাহিত পুরুষের সঙ্গে ছাদনাতলায় বসেছেন।
১. রানি মুখার্জি: এখনো তাকে নববধূ বললে ভুল হবে না। মাত্র কয়েকমাস আগে বিয়ে করেছেন আদিত্য চোপড়াকে। আদিত্য এর আগে বিয়ে করেছিলেন। কিন্তু সংসার টেকেনি।
২. কারিনা কাপুর: সাইফ আলী খানকে বিয়ে করেছেন। তারও আগের সংসার ছিল। তার প্রথম স্ত্রীর নাম অমৃতা সিং। কিন্তু সাইফ চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর পরই অমৃতার সঙ্গে নানা বিষয়ে বিরোধ শুরু হয়। তাই সাইফ-অমৃতার সঙ্গে সম্পর্কের ইতি টানেন।
৩. বিদ্যা বালান: এই অভিনেত্রীর বর সিদ্ধার্থ রায় কাপুর মোনা নামের একজনকে বিয়ে করেছিলেন। সেই সংসারে অর্জুন কাপুর নামের একটি ছেলে সন্তানও রয়েছে।
৪. শিল্পা শেঠি: ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রা তিন বছর সংসার করেছেন প্রথম স্ত্রীর সঙ্গে। এরপর কুন্দ্রাকে বিয়ে করেন বলিউডের এক সময়ের হার্টথ্রব অভিনেত্রী শিল্পা শেঠি।
৫. লারা দত্ত: মহেশ ভুপতি বিয়ে করেছিলেন শিবথা জয়শঙ্করকে। বিয়ের কিছুদিন পরই তাদের সম্পর্কচ্ছেদ ঘটে। মহেশকে তখন বিয়ে করেন লরা দত্ত।
COMMENTS