শ্রীপুরে দখলকারীদের হামলায় দুই বন কর্মী আহত হয়েছে। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্যে চিকিৎসাধীন রাখা হয়েছে। ২৭ জুন শুক্রবার বেলা ১১ টায় উপজেলার টেপিরবাড়ী (ছাতির বাজার) এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা আবু জাফর জানান, শ্রীপুর ফরেস্ট রেঞ্জের সাতখামাইর বিটের টেপিরবাড়ী মৌজায় স্থানীয় কামাল বন বিভাগের জায়গায় দুটি টিনের ঘর নির্মান করে। খবর পেয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার নির্দেশে সাতখামাইর বিট কর্মকর্তা রইছ উদ্দিন আহমেদ ফরেস্ট অফিসের লোকজনদের নিয়ে বনের জমি থেকে নির্মানাধীন ঘর উচ্ছেদ করতে যায়। এসময় একটি টিনের ঘর উচ্ছেদ করার পর দখলকারী কামালের নেতৃত্বে শতাধিক লোকজন বন বিভাগের লোকদের ওপর হামলা করে। এসময় তাদের হামলায় সাতখামাইর বিটের বোর্ড ম্যান রফিকুল ইসলাম (৫০) এবং শ্রীপুর সদর বিটের বনমালী সফিকুল ইসলাম (৪৫) আহত হয়। তাদেরকে আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্যে চিকিৎসাধীন রাখা হয়েছে। এসময় তাদরে বাধা দেওয়ায় হামলাকারীরা সাতখামাইর বিট কর্মকর্তাকে আটক করে লাঞ্চিত করে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম-২ জানান, দখলকারীদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছে। পুলিশের হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
COMMENTS