বিএনপির স্থায়ি কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আওয়ামী লীগ বলে আমরা নাকি আন্দোলন করতে জানিনা। আমি বলব তারা যে বিশ্ববেহায়াকে নিয়ে সরকার গঠন করেছে তাকে জিজ্ঞেস করুন কিভাবে ক্ষমতার মসনদ থেকে নামিয়েছিলাম। আমাদের নেত্রী এবার অসহযোগ বা আন্দোলনের ডাক দিলে আমরা এমন ব্যাবস্থা করব যে, তারা পালানোর পথ পাবে না। তবে একটা পথ খোলা রাখব তা হলো ওপারে পালানোর পথ।
তিনি মঙ্গলবার গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সমব কথা বলেন। সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল।
জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আজিজুর রহমানের সভাপতিত্বে এতে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
COMMENTS