লুইস ফেলিপে স্কলারির ভাগনে এই পৃথিবীতে আর নেই৷ খবরটা বিগ ফিলের কাছে যখন পৌঁছল, তখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তিনি৷
ক্রোয়েশিয়ানদের কীভাবে থামাবেন, আক্রমণেই বা যাবেন কীভাবে, সে সব নিয়ে মাথায় নানা অঙ্ক ঘুরপাক খাওয়ার কথা বর্ষীয়ান কোচের৷তার বদলে শোকসংবাদ পৌঁছল তার কাছে৷ স্কলারি জানেন বিশ্বকাপ কী বস্তু৷ তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিলেন৷ মনে ব্যথা৷ এদিকে মাথায় ঘুরছে অন্য কিছু৷ দেশ আগে৷ ফুটবল আগে৷
ব্রাজিলের ফুটবল জোগো বোনিতো অর্থাৎ বিউটিফুল গেম৷ এই ফুটবল মন ভুলিয়ে দেয় সবার৷ একবার দেখলে বারবার তা দেখার ইচ্ছা বাড়ে৷ তাই স্কলারি আগেভাগেই জানিয়ে দিয়েছেন, আমার দল একশো মাইল বেগে খেলা শুরু করবে৷ গতি দিয়ে ক্রোয়েশিয়াকে থামাবে ব্রাজিল৷ গতি, স্কিল, নয়নাভিরাম ফুটবল দেশকে শান্ত করে দিতে পারে৷ বিক্ষোভ প্রশমিত করতে পারে মুহূর্তে৷কিন্তু স্কোলারি তো সেই যুগে নেই৷ যে যুগে দুর্দান্ত ফুটবল খেলার দিকেই ঝুঁকত৷ যে ফুটবলে দেখা যেত সাম্বার ঝলক৷ স্কলারির ফুটবল তো হিসেবি৷ গোল বেশি না করলেও চলবে৷ তবে হারা চলবে না৷ দারুণ ফুটবল খেলতে গিয়ে হারলে চলবে না৷ বরং হতশ্রী ফুটবল তুলে ধরেও জেতো৷ ব্রাজিলে বৃষ্টি চলছে৷ সেই সঙ্গে তাপমাত্রা কমে গিয়েছে অনেকটাই৷
এবারের ব্রাজিলের স্ট্রাইক ফোর্স শক্তিশালী৷ কনফেডারেশনস কাপের শুরুতেই ঝড় তুলে জিতেছিল ব্রাজিল৷ ঠিক একইভাবে বিশ্বকাপে ঝড় তুলতে চান স্কলারি৷ ক্রোয়েশিয়ার ডান দিক খুবই শক্তিশালী৷ তাই মার্সেলহোকে বারবার স্কোলারি বলছেন, নিজের জায়গা ছেড়ে যেন আক্রমণে উঠে না আসেন৷ বুধবার অনুশীলনে বিপক্ষ দল যখনই আক্রমণে উঠে আসছিল, তখনই নেইমারদের চিৎকার করে স্কলারি বলছিলেন, জায়গা দিও না৷ঠিক একই মন্ত্রে ক্রোয়েশিয়াকে থামাতে চান বিগ ফিল৷
এবারের বিশ্বকাপ হতে চলেছে নেইমারের ৷ সেই ওয়ান্ডার কিড এদিন অনুশীলনে গোল পেলেন৷ বৃহস্পতিবার রাতে নেইমারের দুটো পায়ের দিকেই তাকিয়ে থাকবেন ফুটবলপাগলরা ৷এবারের বিশ্বকাপ কি নেইমারের হতে চলেছে ? সময় এর উত্তর দেবে ৷ আপাতত সাম্বা আর নেইমারদের সুন্দর ফুটবল দেখতে তৈরি সাও পাওলো৷
সূত্র: ওয়েবসাইট
COMMENTS