১৩ বছর ধরে গাজীপুর জেলা ছাত্রদলের কমিটি না থাকায় নেতাকর্মীরা ঝিমিয়ে পড়ছে। আন্দোলন-সংগ্রামে এখন আগের মতো ছাত্রদল নেতাদের রাজপথে দেখা যায় না। কেবল পদ-পদবি লাভের আশায় শোডাউনের জন্য কয়েকজন ছাত্রনেতা কিছু সংখ্যক কর্মী নিয়ে নিয়মিত দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
১৩ বছর ধরে গাজীপুর জেলা ছাত্রদলের নেতৃত্বে যারা রয়েছেন তারা নিজেরাও আর ছাত্র নেই। ১৩ বছর আগে গঠন করা গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সরাফত হোসেন গাজীপুর জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং একজন ব্যবসায়ী। অপরদিকে সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু গাজীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর। জেলা ছাত্রদলের কমিটি না হওয়ার কারণে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার কমিটিও গঠন করা হচ্ছে না। এতে করে ছাত্রদলে নতুন নেতৃত্ব এবং কর্মী সৃষ্টি হচ্ছে না।
গত বছর গাজীপুর সিটি কর্পোরেশন গঠন হওয়ার পর মহানগর ছাত্রদলের কমিটি গঠন নিয়ে তোড়জোড় লক্ষ করা গেলেও এক বছরেও গঠন করা যায়নি এ কমিটি। এরই মধ্যে গাজীপুর জেলা এবং মহানগর কমিটিতে স্থান পেতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন, লবিং করছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের কাছে। গত বেশকিছু দিন ধরে গাজীপুর জেলা ও মহানগর কমিটি নিয়ে ব্যাপক লবিং চলছে। যে কোনো মুহূর্তে কমিটি গঠন করা হতে পারে। কমিটিতে পদ-পদবি পাওয়া না পাওয়ার চিন্তায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বেগ লক্ষ করা যাচ্ছে।
ছাত্রদলের গাজীপুর মহানগর কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক ভিপি মামুন সরকার, জিএস জিয়াউল হাসান স্বপন, নাজমুল খন্দকার সুমন, নাসির উদ্দিন নাসির, আমিনুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন, সোহেল, জিএস মাসুম প্রমুখ। অপরদিকে গাজীপুর জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি ও সম্পাদক হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- নূরে আলম, আতাউর মোল্লা, হারুন অর রশীদ, জসিম, জাকির হোসেন, সম্রাট ভূঁইয়া, কামরুজ্জামান শামীম, মতিউর রহমান মতি, শরিফুল ইসলাম প্রমুখ।
গাজীপুর জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন না হওয়ার কারণ হিসেবে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। জেলা বিএনপির এক নেতা জানান, ছাত্রদলের কমিটি করতে না পারার জন্য দায়ী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। তারা কেন জেলা এবং মহানগর কমিটি দিচ্ছেন না তা তাদের বোধগম্য নয়। তিনি অবিলম্বে গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠনের আহ্বান জানান। অপরদিকে ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বার বার গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠনের উদ্যোগ নেয়া হলেও গাজীপুর জেলার বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের কারণে তা হচ্ছে না। কারণ জেলা ও মহানগরে কেন্দ্রীয় নেতাদের অনেকেরই নিজ নিজ পছন্দের প্রার্থী রয়েছে। তাদের পছন্দের একাধিক প্রার্থী থাকার কারণে কমিটি গঠনের উদ্যোগ বার বার থেমে যাচ্ছে। তবে দলের শীর্ষ পর্যায়ের মতামত নিয়ে অচিরেই এ দুটি কমিটি ঘোষণা করা হবে।
এদিকে ছাত্রদলের নেতৃত্বে সিনিয়র-জুনিয়র মিলে যোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি চান মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। পরদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীদের দাবি যেহেতু ছাত্রদল সেহেতু কেবল যাদের ছাত্রত্ব আছে তাদের দিয়েই কমিটি গঠন করা হোক। কারণ প্রকৃত ছাত্ররা কমিটির নেতৃত্বে থাকলে তারা ঠিকাদারি ও টেন্ডারবাজি করবে না এবং ছাত্রদলের বদনাম হবে না।
- মোঃ আমিনুল ইসলাম (যুগান্তর)
- মোঃ আমিনুল ইসলাম (যুগান্তর)
COMMENTS