অতীত বলছে চিলি নয়, বাজি ধরলে ব্রাজিলের পক্ষেই ধরতে হবে। কিন্তু চিলির কোচ হোর্হে সামপাওলি অতীত ভুলে যেতে বললেন সবাইকে। তার বিশ্বাস, ব্রাজিলের বিপক্ষে চিলি এবার নতুন 'ইতিহাস' গড়বে।
ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটা মোটেই ভালো নয় চিলির। ৬৮ ম্যাচের ৪৮টিতেই জিতেছে ব্রাজিল, ১৩টি ম্যাচ ড্র হয়েছে; মাত্র ৭টি ম্যাচেই জয় পেয়েছে চিলি।
আর বিশ্বকাপ, চিলির অবস্থা তখন আরো নাজুক। ৩ বারের মুখোমুখিতে সবকটিতেই হেরেছে তারা। ১৯৬২ বিশ্বকাপে দেশের মাটির বিশ্বকাপে ব্রাজিলের কাছে সেমি-ফাইনালে হেরেছে তারা। এর পর ১৯৯৮ ও ২০১০ সালে চিলির বিশ্বকাপ-যাত্রা শেষ ষোলোতেই থামিয়ে দিয়েছে ব্রাজিল।
ভাগ্য আবার সেই শেষ ষোলোতেই দেখা করিয়ে দিয়েছে ব্রাজিল-চিলিকে। বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার ম্যাচে ইতিহাস পাল্টে দেয়ার স্বপ্ন দেখছেন সামপাওলি।
"ইতিহাস বদলের সুযোগ আমাদের সামনে।"
সামপাওলি মেনে নিচ্ছেন পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের চেয়ে অনেক এগিয়ে। আগের তিনটি জয় তারা ভালো খেলেই পেয়েছে। চিলি কোচ এটাও জানেন, নিজেদের মাঠে গ্যালারি-ভরা দর্শক পাশে পাবে ব্রাজিল।
এর পরও সামপাওলিকে স্বপ্ন দেখাচ্ছে দলের সাম্প্রতিক পারফরম্যান্স।
"বাছাইপর্ব আর গ্রুপ পর্বে দেখানো সাহস নিয়েই এই ম্যাচে খেলব আমরা। পুরো স্টেডিয়াম আর জাতিকে পাশে নিয়ে খেলা দলের বিপক্ষে আমরা যদি লড়াই না করি, তাহলে ফল কি হবে সেটা জানাই।"
চিলি নির্দিষ্ট একটা ম্যাচ থেকেও প্রেরণা খুঁজছে। গ্রুপ পর্বে শিরোপাধারী স্পেনকে ২-০ গোলে হারানোর পর আরো বেশি করে লড়াকু মনোভাবটা চলে এসেছে চিলির মধ্যে।
"চিলি অনেক উন্নতি করেছে। এখন আমরা ভয় ছাড়াই খেলতে পারি। চিলি জয়ের জন্যই খেলবে। আমরা ভয় পেতে চাই না। ব্রাজিলের দারুণ ইতিহাস আছে, আর আমরা আমাদের ইতিহাস গড়তে চাই।"
তবে ব্রাজিল ম্যাচের আগে একটা দুশ্চিন্তাও আছে চিলি কোচের। দলের অন্যতম দুই ভরসা গ্যারি মেদেল ও মিডফিল্ডার আর্তুরো ভিদালের চোট-সমস্যা আছে। এ দুজন শেষ পর্যন্ত না খেলতে পারলে লড়াই শুরুর আগেই অনেকটা পেছন পায়ে চলে যাবে চিলি।
COMMENTS