কোকা-কোলা বাংলাদেশের ‘সাপোর্ট মাই স্কুল’ শীর্ষক কর্মসূচি প্রচারণার অংশ হিসেবে কোকা-কোলা এবং প্ল্যান বাংলাদেশ এর সিনিয়র কর্মকর্তারা গাজীপুর জেলার শ্রীপুরের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটি দিন কাটিয়েছেন।
এই কর্মসূচির আওতায় কোকা-কোলা বাংলাদেশ দেশব্যাপী স্কুল পর্যায়ে স্যানিটেশন বা পয়ঃব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ, চিত্তবিনোদন সুযোগ দিচ্ছে পাশাপাশি পরিবেশ রক্ষা ও সংরক্ষণ সম্পর্কে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরীতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
এর আওতায় বিদ্যালয়ে শিশুদের-বিশেষ করে মেয়েদের মধ্যে অনুপস্থিতি ও লেখাপড়া থেকে ঝরে পড়ার প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
ইতিমধ্যে কোকা-কোলা, ইউএনহ্যাবিটেট এবং প্ল্যান বাংলাদেশ এর সহযোগীতায় গাজীপুর জেলার শ্রীপুরের ১৬ টি স্কুলে এইসব সহায়তা প্রদান করেছে।
দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং ভারতে কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট-পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন, জনাব দীপক জলি, কোকা-কোলা ফার ইস্ট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জনাব শাদাব খান এবং প্ল্যান বাংলাদেশ এর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার জনাব আব্দুল কুদ্দুস উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
COMMENTS