তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২৫.৩ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেছে ভারত।
বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মতুর্জা ২টি, নবাগত তাসকিন আহমেদ ৫টি, সাকিব আল হাসান ১টি ও আল-আমিন ১টি করে উইকেট নেন।
মঙ্গলবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা শুরু হয়। তবে খেলা চলাকালে বৃষ্টি হওয়ায় খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। পরবর্তীতে ৪টায় আবারও খেলা শুরু হয়। বৃষ্টির কারণে নির্ধারিত ওভার থেকে ৯ ওভার কমিয়ে ৪১ ওভার করা হয়।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টি শুরু হওয়ার পূর্বে ৫.২ ওভার খেলা হয়।
আম্পায়ারদের দ্বিতীয় বার পরিদর্শন শেষে বিকাল ৪টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেয়।
মাশরাফির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন অজিঙ্কা রাহানে। তিনি রানের খাতা না খুলেই আউট হয়েছেন। বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলে সুযোগ পাওয়া ২ জনেরই মঙ্গলবার অভিষেক হয়েছে। আব্দুর রাজ্জাকের পরিবর্তে খেলছেন তাসকিন আহমেদ। এ ছাড়া মুমিনুল হকের পরিবর্তে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, শামসুর রহমান, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, জিয়াউর রহমান, আল আমিন ও তাসকিন আহমেদ।
ভারতীয় দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।
COMMENTS