আগামী ১৫ জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও ভারত ওয়ানডে সিরিজের টিকিট পাওয়া যাবে ১২ জুন থেকে। খেলাগুলোর টিকিট ইউসিবি ব্যাংক ও ইউক্যাশের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে। তবে প্রত্যেক টিকিটের জন্য এর গ্রাহককে ভ্যাটও দিতে হবে।
সফররত ভারত ৩টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। খেলাগুলো আগামী ১৫, ১৭ ও ১৯ জুন মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩টি ওয়ানডে ম্যাচের টিকিট একসঙ্গেও কেনা যাবে বলে নিশ্চিত করেছে বিসিবি।
ইউসিবি ব্যাংকের মিরপুর, বিজয়নগর, ধানমন্ডি, উত্তরা ও বসুন্ধরা শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে- গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১৫০০, ভিআইভি ৫০০, জুয়েল অ্যান্ড মুস্তাক স্ট্যান্ড ৩০০, নর্থ ও সাউথ প্লাজা ১৫০, জেনারেল গ্যালারি ১০০, বিসিবি হসপিটালিটি লাউঞ্জ ৩০০০ ও হসপিটালিটি বঙের মূল্য ধরা হয়েছে ৫০০০ টাকা।
COMMENTS