নির্বাচন নিয়ে সংলাপের ব্যাপারে বিএনপির দাবির প্রেক্ষিতে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র ও নির্বাচনের সংলাপ পরে। বাংলাদেশকে নিরাপদ করার জন্য জঙ্গিবাদ বর্জন ও দমনের সংলাপ আগে হতে হবে। যারা জঙ্গিবাদ বর্জন ও দমনের সংলাপের জন্য আসবে না তারা নির্বাচন ও গণতন্ত্রের জন্য অনুপযোগি।
তিনি বৃহস্পতিবার গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে জেলা জাসদের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি জঙ্গিবাদের নেত্রী, আর জঙ্গিবাদের নেত্রীর কাছে আমরা দেশ ইজারা দিতে পারি না। খালেদা জিয়া যদি গণতন্ত্রের নেত্রী হয়ে থাকেন তা হলে তাকে বলতে হবে, তত্ববধায়ক সরকার খারাপ, সামরিক শাসন, জিয়ার শাসন-এরশাদের সামরিক শাসন অবৈধ।
জামায়াত-শিবির সম্পর্কে বলেছেন, ওরা নির্মম- ওরা হায়ানার দল। ওদের ধর, বিচার কর, ওদের জায়গা কারাগারে- ফাঁসির মঞ্চে, বাংলাদেশের রাজনীতিতে ওদের কোন জায়গা নেই।
সম্মেলনে জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রফিকের সভাপতিত্বে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, লুৎফা তাহের এমপিসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
COMMENTS