আগামী ১২ জুন ব্রাজিলে শুরু হবে ২০তম ফিফা বিশ্বকাপ। আটটি গ্রুপে মোট ৩২টি দল অংশ গ্রহণ করবে । অংশগ্রহণকারী ৩২ দলের খেলোয়াড় (বন্ধনীর মধ্যে খেলোয়াড়দের জার্সি নাম্বার) ও কোচদের নামের তালিকা এবং পূর্ণাঙ্গ সুচি দেওয়া হলো।
গ্রুপ ‘এ
ব্রাজিল দল :
গোলরক্ষক : হুলিও সিজার (১২), জেফাসন (১), ভিক্টর (২২)।
ডিফেন্ডার্স : মার্সেলো (৬), দানি আলভেজ (২), মাইকন (২৩), ম্যাক্সওয়েল (১৪), থিয়াগো সিলভা (৩), ডেভিড লুইজ (৪), দন্তে (১৩), হেনরিক (১৫)।
মিডফিল্ডার : পলিনহো (৮), রামিরেজ (১৬), উইলিয়ান (১৯), অস্কার (১১), হার্নানেস (১৮), লুইজ গুস্তাভো (১৭), ফার্নানদিনহো (৫)।
ফরোয়ার্ড : বার্নার্ড (২০), নেইমার (১০), ফ্রেড (৯), জো (২১), হাল্ক (৭)।
কোচ : লুইজ ফেলিপ স্কলারি (ব্রাজিল)।
মেক্সিকো দল :
গোলরক্ষক : গুইলার্মো ওচোয়া (১৩), হোসে করোনা (১), আলফ্রেডো তালাভেরা (১২)।
ডিফেন্ডার : পল আগুইলার (২২), মিগুয়েল লিয়ান (৭), ফ্রান্সিস্কো রড্রিগুয়েজ (২), হেক্টর মরেনো (১৫), দিয়াগো রেইস (৫), কার্লোস সালসিদো (৩), রাফায়েল মার্কুয়েজ (৪), মিগুয়েল পঞ্চ (১৬) আন্দ্রেস গুয়ারদাদো (১৮)।
মিডফিল্ডার : মার্কো ফ্যাবিয়ান (৮), কার্লোস পেনা (২১), হোসে হুয়ান ভাজকুয়েজ (২৩), হেক্টর হেরেরা (৬), ইসাক ব্রিজুয়েলা (১৭), জাভিয়ার একুইনো (২০)।
ফরোয়ার্ড : রাউল জিমেনেজ (৯), জাভিয়ার হার্নান্দেজ (১৪), ওরিবে পেরালটা (১৯), অ্যালান পুলিডো (১১), জিওভানি ডস স্যান্টোস (১০)।
কোচ : হেরেরা মিগুয়েল (মেক্সিকো)।
ক্রোয়েশিয়া দল :
গোল রক্ষক : স্টিপ পেলেতিকোসা (১), ড্যানিয়েল সুবাসিচ (২৩) অলিবার জেলেনিকা (১২)।
ডিফেন্ডার : দারিজো সরনা (১১), দোমাগোজ ভিদা (২১), সিমে ভরসালকো (২), দানিজেল পরানজিচ (৩), ভেডরান করলুকা (৫), দিজেন লভরেন (৬), গর্ডন সচিনডেলফেল্ড (১৩)।
মিডফিল্ডার : লুকা মড্রিচ (১০), ইভান রাকিটিক (৭), মাটেও কোভাচিচ (২০), মার্সেলো ব্রোজোবিচ (১৪), অগনিজেন ভুকোজেভিচ (৮), ইভান মসিনিচ (১৫), সামির (১৯), ইভান প্যারিসিচ (৪)।
ফরোয়ার্ড : ম্যারিও মানজুকিচ (১৭), নিকিচা জেলাভিচ (৯), ইভিচা অলিচ (১৮), ইডুরাডো দ্য সিলবা (২২), ও আনটে রেবিচ (১৬)।
কোচ : কোভাক নিকো ( ক্রোয়েশিয়া)।
ক্যামেরুন দল :
গোলরক্ষক : চার্লস ইতান্দেই (১৬), স্যামি এন’ডিয়ক (২৩), লুক ফিউদিউ (১)।
ডিফেন্ডার্স : এল্যান নিয়ম (২২), সেডরিক দিয়েউগু (৪), ড্যানি নুনকেউ (৫), অরেলিয়েন চেদিউ (১৪), নিকোলাস এনকুলু (৩), হেনরি বেডিমো (১২), বেনন্ট আসু-একোটো (২)।
মিডফিল্ড : এনো ইয়ং (১৮), জিন এল মাকুন (১১), জোয়েল ম্যাটিপ (২১), স্টেফানে মাবিয়া (১৭), ল্যান্ড্রি ্এনগুয়েনো (৭), আলেক্সান্দ্রে সং (৬), এডগার সলি (২০)।
ফরোয়ার্ড : স্যামুয়েল ইতো (৯), এরিক ম্যাক্সিম চুপো-মটিং (১৩), বেঞ্জামিন মুকান্ডিও (৮), ভিন্সেন্ট আবুবকর (১০), পিয়েরে আচিলি ওয়েবো (১৫), ফ্যাব্রিচ ওলিঙ্গা (১৯)।
কোচ : ফিনেক ভলকার (জার্মানি)।
গ্রুপ ‘বি’
স্পেন দল :
গোলরক্ষক : ইকার ক্যাসিয়াস (১), পেপে রেইনা (২৩), ডেভিড ডি গেয়া (১২)।
ডিফেন্ডার্স : সার্জিও রামোস (১৫), গেরার্ড পিকে (৩), রাউল আলবিওল (২), জাভি মার্টিনেজ (৪), হুয়ানফ্রান (৫), জর্ডি আলবা (১৮), চেজার আজপিলিকুয়েটা (২২)।
মিডফিল্ডার্স : জাভি হার্নান্দেজ (৮), জাভি আলনসো (১৪), আন্দ্রেস ইনিয়েস্তা (৬), কোক (১৭), সার্জিও বসকুয়েটস (১৬), সান্তি কাজরলা (২০), চেজে ফ্যাব্রেগাজ (১০), হুয়ান মাতা (১৩), ডেভিড সিলভা (২১)।
ফরোয়ার্ডস : পেড্রো (১১), দিয়েগো কস্তা (১৯), ডেভিড ভিয়া (৭), ফার্নান্দো তোরেজ (৯)।
কোচ : ভিসেন্তে দেল বস্ক (স্পেন)
চিলি দল :
গোলরক্ষক : ক্লাদিও ব্রাভো (১), জনি হেরেরা (২৩), ক্রিস্টোফার তোসেলি (১২)।
ডিফেন্ডার্স : গ্যারি মেডেল (১৭), হোসে রোয়াস (১৩), ইউজেনিও মেনা (২), গনজালো জারা (১৮), মিকো আলবোরনোজ (৩), মরিচিও ইসলা (৪)।
মিডফিল্ডার্স : আরতুরো ভিদাল (৮), মার্সেলো ডিয়াজ (২১), ফ্রান্সিসকো সিলভা (৫), ফেলিপ গুটিয়েরেজ (১৬), হোসে ফুয়েল জালিডা (১৯), কার্লোস কারমনা (৬), জিন বিউসেজিউর (১৫), চার্লস আরাঙ্গুইজ (২০), জর্জ ভালদিভিয়া (১০)।
ফরোয়ার্ড : আলেক্সিজ সানচেজ (৭), এডুয়ার্ডো ভারগাস (১১), মরিসিও পিনিলা (৯), এস্তাবেন প্যারেডস (২২), ফ্যাবিয়ান ওরেলানা (১৪)।
কোচ : স্যামপাওলি জর্জ (আর্জেন্টিনা)।
অস্ট্রেলিয়া দল :
গোলরক্ষক : ম্যাথু রায়ান (১), মিচেল ল্যাঞ্জেরাক (১২), ইউগেনে গালেকোভিচ (১৮)।
ডিফেন্ডার্স : ইভান ফ্রাঞ্জিচ (২), জেসন ডেভিডসন (৩), ম্যাথু স্পিরানোভিচ (৬), বেইলি রাইট (৮), অ্যালেক্স উইলকিনসন (২২), রায়ান ম্যাকগোয়ান (১৯)।
মিডফিল্ড : মিল জেডিনাক (১৫), মার্ক মিলিগান (৫), জেমস হল্যান্ড (১৬), মাসিমো লুঙ্গো (২১), ওলিভার বোয়ানিক (১৩), ম্যাট ম্যাককে (১৭), মার্ক ব্রেসিয়ানো (২৩), টমি ওয়ার (১১), জেমস ট্রয়সি (১৪), ড্যারিও ভিডোসিচ (২০)।
ফরোয়ার্ড : টিম চাহিল (৪), বেন হ্যালোরান (১০), এডাম টাগার্ট (৯), ম্যাথু লেকি (৭)।
কোচ : পোস্টেকোগ্লু (অস্ট্রেলিয়া)
হল্যান্ড (নেদারল্যান্ডস)দল :
গোল রক্ষক : জেসপার সিলেসেন (১), মাইকেল ভরম (২২) ও টিম ক্রুল (২৩)।
ডিফেন্ডার : পল ভারহেগ (১২), ড্যারিল জানমাট (৭), জুয়েল ভেল্টম্যান (১৩), স্টেফেন ডি ভরিজ (৩), রন ভলার (২), ব্র“নো মার্টিন্স ইন্ডি (৪), টেরেন্সে কনগোলো (১৪) ও ড্যালে বি¬ন্ড (৫)।
মিডফিল্ডার : লেরয় ফের (১৮), নাইজেল ডি জং (৬), জর্ডি ক্ল্যাসি (১৬), জোনাথন ডি গুজম্যান (৮), জেওরজিনিও উইজনালডাম (২০) ও ওয়েসলি স্নেইডার (১০)।
ফরোয়ার্ড : অ্যারিয়েন রোবেন (১১), রবিন ভ্যান পর্সি (৯), ক্লাস জ্যান হান্টেলার (১৯), ডির্ক কুয়েট (১৫), জেরেম্যাইন লেনস (১৭) ও মেমফিস (২১) ।
কোচ : লুইস ভ্যান গাল (নেদারল্যান্ডস)
গ্রুপ ‘সি’
কলম্বিয়া দল :
গোলরক্ষক : ডেভিড ওসপিনা (১), ফারিদ মন্ড্রাগন (২২), ক্যামিলো ভার্গাস (১২)।
ডিফেন্ডার্স : পাবলো আরমেরো (৭), হুয়ান জুনিগা (১৮), ক্রিস্টিয়ান জাপাটা (২), এডার আলভারেজ বালান্টা (১৬), মারিও আলবার্তো ইয়েপেস (৩), কার্লোস ভালদেস (২৩), সান্তিয়াগো আরিয়াস (৪)।
মিডফিল্ডার্স : আবেল আগুইলার (৮), ফ্রেডি গুয়ারিন (১৩), হুয়ান গুইলার্মো কুয়াড্রাডো (১১), জেমস রড্রিগুয়েজ (১০), আলডো লিয়াও রামিরেজ (৫), কার্লোস স্যানচেজ (৬), আলেকজান্ডার মেইয়া (১৫), হুয়ান ফার্নান্দো কুইন্টেরো (২০)।
ফরোয়ার্ডস : জ্যাকসন মার্টিনেজ (২১), কার্লোস বাক্কা (১৭), টিওফিলো গুটিয়েরেজ (৯), আদ্রিয়ান রামোস (১৯) , ভিক্টর ইব্রাবো (১৪)।
কোচ : পেকারমেন্ট (আর্জেন্টিনা)।
গ্রিস দল :
গোলরক্ষক : ওরেসটিস কার্নেজিস (১), পানাগিওটিস গ্লিকস (১২), স্টেফানোস ক্যাপিনো (১৩)।
ডিফেন্ডার্স : কস্তাস মানোলাস (৪), জোসে হোলেবাস (২০), সক্রেটিস পাপাসটাথোপুলোস (১৯), ভানগেলিস মোরাস (৫), গিয়র্গস তাজাভেলাস (৩), লুকাস ভিন্ট্রা (১১), ভ্যাসিলিস টোরোসিডিস (১৫)।
মিডফিল্ডার্স : আলেক্সান্ড্রোস টিজিওলিস (৬), আন্দ্রেয়াস সামারিস (২২), জোয়ানিস ম্যানিয়াটিস (২), কস্তাস কাতসুরানিস (২১), গিয়র্গস কারাগুনিস (১০), প্যানাজিওটিস টাচসিডিস (২৩), জিয়ানিস ফাটফাটিডিস (১৮), লাজারোস ক্রিস্টোডুলোপুলোন (১৬), প্যানাগিওটিস কোন (৮)।
ফরোয়ার্ডস : দিমিত্রিস সালপিঙ্গডিস (১৪), গিওর্গস সামারাস (৭), কস্তাস মিট্রোগলু (৯), ফানিস গেকাস (১৭)।
কোচ : ফার্নান্ডো সান্তোস (পর্তুগাল)।
আইভরি কোস্ট দল :
গোলরক্ষক : বুবাকার ব্যারি (১), সেউবামান্ডে (২৩), সিলিভেইন গোবোহোউ (১৬)।
ডিফেন্ডার্স : কোলো তোরে (৪), আর্থার বোকা (৩), জিন ড্যানিয়েল আকপাআকপ্রো (৭), সের্গে অরিয়ার (১৭), ওসমান ভেরা দিরাসুবা (২), দিদিয়ার জোকোরা (৫), কনস্ট্যান্ট জাকপা (১৮), বামবা সুলাইমান (২২)।
মিডফিল্ডার্স : ইসমাইল ডায়মন্ড (১৪), ম্যাক্স অ্যালেইন গ্রাডেল (১৫), ইয়া তোরে (১৯), ইসমায়েল চেইক টিটো (৯), জিওফ্রে সেরে ডাই (২০), দিয়ার ইয়া কোনান (১৩), ম্যাথিস বলি (৬)।
ফরোয়ার্ড : দিদিয়ার দ্রগবা (১১), গারভিনহো (১০), সলোমন কালু (৮), উইলফ্রাইড বনি (১২), জিওভানি সিও (২১)।
কোচ : লামুসি সাবর্ড়ি (ফ্রান্স)।
জাপান দল :
গোলরক্ষক : ইজি কাশিমা (১), শুসাকু নিশিকাওয়া (১২), সুইচি গোন্ডা (২৩)।
ডিফেন্ডার্স : ইয়াসুইকুই কোনো (১৫), মাশিকো ইনোহা (১৯), ইউন্তু নাগাতোমো (৫), মাসাতো মরিশিগে (৬), আতসুতো উচিদা (২), মায়া ইয়োশিদা (২২), হিরোকি সাকাই (২১), গোটোকু সাকাই (৩)।
মিডফিল্ডার্স : ইয়াসুহিতো এন্ডো (৭), মাকোতো হাসেবে (১৭), তোশিহিরো অয়োয়ামা (১৪), হোতারু ইয়ামাগুচি (১৬), কেইসুক হোন্ডা (৪), শিনজি কাগাওয়া (১০)।
ফরোয়ার্ডস : ইয়োসিতো ওকুবো (১৩), শিনজি ওকাজাকি (৯), হিরোশি কিয়োতাকে (৮), ইয়োচিরো কাকিতানি (১১), মানাবু সেইতো (২০), ইউয়া ওসাকো (১৮)।
কোচ :
গ্রুপ ‘ডি’
উরুগুয়ে দল:
গোলরক্ষক : ফার্নান্ডো মুসলেরা (১), মার্টম সিলভা (২৩), রড্রিগো মুনোজ (১২)।
ডিফেন্ডার্স : দিয়েগো লুগানো (২), দিয়েগো গডম্যান (৩), হোসে মারমা গিমেনেজ (১৩), মার্টম্যান ক্যাসেরেস (২২), ম্যাক্সিমিলানো পেরেইরা (১৬), জর্জ ফুচিল (৪), সেবাস্তিয়ান কোটস (১৯)।
মিডফিল্ডার্স : এজিডিও আলভারো রামোস (১৭), ওয়ালটার গার্গানো (৫), দিয়েগো পেরেজ (১৫), আলভারো গনজালেজ (২০), আলভারো পেরেইরা (৬), ক্রিস্টিয়ান রড্রামগুয়েজ (৭), গ্যাস্টন রামিরেজ (১৮), নিকোলাস লোডেইরো (১৪)।
ফরোয়ার্ডস : লুইজ সুয়ারেজ (৯), এডিনসন কাভানি (২১), দিয়েগো ফোরলান (১০), ক্রিস্টিয়ান স্টুয়ানি (১১), আবেল হার্নান্দেজ (৮)।
কোচ : অস্কার তাবারেজ (উরুগুয়ে)
ইংল্যান্ড দল :
গোলরক্ষক : জো হার্ট (১), বেন ফস্টার (১৩), ফেসার ফ্রস্টার (২২)।
ডিফেন্ডার্স : লেইটন বেইনস (৩), গ্যারি চাহিল (৫), ফিল জাগিয়েলকা (৬), গ্লেন জনসন (২), ফিল জোন্স (১৬), লুক শা (২৩), ক্রিস স্মালিং (১২)।
মিডফিল্ডার্স : রস বার্কলি (২১), স্টেভেন গেরার্ড (৪), জর্ডান হেন্ডারসন (১৪), এডাম ললনা (২০), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৮), অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন (১৫), রাহিম স্টালিং (১৯), জ্যাক উইলশায়ার (৭), জেমস মিলনে (১৭)।
ফরোয়ার্ডস : রিকি ল্যাম্বার্টস (১৮), ওয়েইন রুনি (১০), ড্যানিয়েল স্টুরিজ (৯), ড্যানিয়েল উইলবেক (১১)।
কোচ : রয় হডসন (ইংল্যান্ড)।
কোস্টারিকা দল :
গোলরক্ষক : কেইলর নাভাস (১), প্যাট্রিক পেমবারটন (১৮), ড্যানিয়েল ক্যাম্ব্রোনেরো (২৩),
ডিফেন্ডার্স : গিয়ানকার্লো গনজালেজ (৩), জনি অ্যাকস্টা (২), মাইকেল উমানা (৪), রয় মিলার (১৯), ক্রিস্টিয়ান গামবোয়া (১৬), অস্কার ডুয়ার্ট (৬), হেইনার মোরা (৮), জুনিয়র দিয়াজ (১৫), ওয়েলন ফ্রান্সিস (১২)।
মিডফিল্ডার্স : ইয়েলেতসিন তেজেদা (১৭), চেলসো বোরগেস (৫), মিউগেল কুবেরো (২২), মাইকেল ব্যারান্টেস (১১), এস্তেবান গ্রানাডোস (১৩), ক্রিস্টিয়ান বোলানস (৭), দিয়েগো চালভো (২০)।
ফরোয়ার্ডস : মার্কো উরেনা (২১), র্যান্ডাল ব্রেনেস (১৪), রায়ান রুইজ (১০), জোয়েল ক্যাম্পবেল (৯)।
কোচ : পিন্টো জর্জ লুইস (কলম্বিয়া)।
ইতালি দল :
গোলরক্ষক : গিয়ালুইজি বুফন (১), সালভাতোরে সিরিগু (১২), মাতিয়া পেরিন (১৩)।
ডিফেন্ডার : ইগনাজিও আবাতে (৭), আন্দ্রে বারজাগলি (১৫), লিওনার্দো বনুচ্চি (১৯), গিওর্গিও চিয়েলিনি (৩), মাত্তেও ডারমিয়ান (৪), মাতিয়া ডি সিগলিও (২), গ্যাব্রিয়েল পালেত্তা (২০)।
মিডফিল্ডার : আলবার্তো অ্যাকুইলানি (১৪), এন্টোনিও কানড্রেভা (৬), ড্যানিয়েল ডি রোসি (১৬), ক্লডিও মারসিজিও (৮), থিয়াগো মোতা (৫), মার্কো পারোলো (১৮), আন্দ্রে পিরলো (২১), মার্কো ভেরাত্তি (২৩)।
ফরোয়ার্ড : মারিও বালোতেল্লি (৯), এন্টোনিও কাসানো (১০), আলেসিও সেরসি (১১), সিরো ইমোবিলে (১৭), লোরেনজো ইনসিগনে (২২)।
কোচ : চেজার প্রানদেল্লি (ইতালি)।
গ্রুপ ‘ই’
সুইজারল্যান্ড দল :
গোলরক্ষক : দিয়েগো বেনাগলিও (১), রোমান বুয়ের্কি (২১), ইয়ান সামার (১২)।
ডিফেন্ডার্স : জোহান দিউরু (২০), মাইকেল ল্যাং (৬), স্টেফান লিচটেইনার (২), রিকার্ডো রড্রিগুয়েজ (১৩), ফ্যাবিয়ান শায়ের (২২), ফিলিপ সেন্ডেরস (৪), স্টিভ ভন বারজেন (৫), রেটো জেগলার (৩)।
মিডফিল্ডার্স : ট্রানকুইলো বারনেতা (৭), ভ্যালন বেহরামি (১১), ব্লেরিম ডিমেইল (১৫), জেলসন ফার্নান্দেস (১৬), জোয়েখান ইনলার (৮), জেরডান শাকিরি (২৩), ভ্যালেন্টিন স্টকার (১৪)।
ফরোয়ার্ডস : জোসিপ ডারমিক (১৯), মারিও গাবরানোভিচ (১৭), অ্যাডমির মেহমেদি (১৮), হ্যারিস সেফেরোভিচ (৯), গ্রানিট ঝাকা (১০)।
কোচ : ওটমার হিটজফ্লেড (জার্মানী)।
ইকুয়েডর দল :
গোলরক্ষক : ম্যাক্সিমো ব্যাঙ্গুয়েরা (১), আদ্রিয়ান বোন (১২), আলেক্সান্ডার ডোমিনগুয়েজ (২২)।
ডিফেন্ডার্স : ফ্রিকসন এরাজো (৩), জর্জ গুয়াগুয়া (২), অসকার বেগুই (১৮), গাব্রিয়েল আচিলিয়ার (২১), হুয়ান কার্লোস প্যারেডস (৪), অ্যালেক্স ইবারা (৫)।
মিডফিল্ডার্স : সেগুন্ডো ক্যাসিলিও (১৪), কার্লোস গুয়েজো (২৩), ক্রিস্টিয়ান নবোয়া (৬), লুইস সারিতামা (১৯), এন্টোনিও ভ্যালেন্সিয়া (১৬), এডিসন মেন্ডেজ (৮), ফিডেল মার্টিনেজ (২০), জেফারসন মন্টেরো (৭), ওয়াল্টার আইওভি (১০), মাইকেল আরোইয়ো (১৫)।
ফরোয়ার্ডস : জোয়াও রোজাস (৯), ফেলিপ কেইসেডো (১১), জামি আইওভি (১৭), ইনার ভ্যালেন্সিয়া (১৩)।
কোচ : রুয়েডা রেইনালডো (কলম্বিয়া)।
ফ্রান্স দল :
গোলরক্ষক : হুগো লোরিস (১), স্টিফেন রাফিয়ার (১৬), মাইকেল লানড্রেও (২৩)।
ডিফেন্ডার : ম্যাথিউ ডেবাচি (২), লুকাস দিগনে (১৭), প্যাট্রিস ইভরা (৩), লরেন্ট কোসিনলে (২১), এলিয়াকুইম মানগালা (১৩), বাকালে সাগনা (১৫), মামাডু সাকো (৫), রাফায়েল ভারানে (৪)।
মিডফিল্ডার : ইয়োহান কাবায়ে (৬), ক্লেমেন্ট গ্রেনিয়ার (২২), ব্লেইসে মাটুইদি (১৪), রিও মায়ুবা (১২), পল পোগবা (১৯), মোসা সিসোকো (১৮), ম্যাথিউ ভালবুয়েনা (৮)।
ফরোয়ার্ড : করিম বেনজেমা (১০), অলিভার গিরাড (৯), এন্টোনিও গ্রিয়েজমান (১১), লুইস রেমি (২০), ফ্র্যাংক রিবেরি (৭)।
কোচ : দিদিয়ার দেশ্যাম (ফ্রান্স)।
হন্ডুরাস দল :
গোলরক্ষক : নোয়েল ভ্যালাডারেস (১৮), ডোনিস এস্কোবার (২২), লুইস লোপেজ (১)।
ডিফেন্ডার্স : এডার ডেলগাডো (১২), মেনর ফিগুয়েরাও (৩), ভিক্টর বার্নাডেজ (৫), এমিলো ইজাগুইরে (৭), ওসমান চাভেজ (২), হুয়ান কারের্লাস গার্সিয়া (৬), ব্রায়ান বেকেলেস (২১), হুয়ান পাবলো মন্টেস (৪)।
মিডফিল্ডার্স : বনিয়েক গার্সিয়া (১৪), এন্ডি নায়ার (১৭), রজার এসপিনোজা (১৫), উইলসন প্যালাসিওস (৮), লুইস গ্যারিডো (১৯), মারিও মার্টিনেজ (২৩), মার্ভিন চাভেজ (১০), জর্জ কালোর্স (২০)।
ফরোয়ার্ডস : জেরি বেঙ্গস্টন (১১), জেরি প্যালাসিওস (৯), কার্লো কস্টলি (১৩), রনি মার্টিনেজ (১৬)।
কোচ : লুইস সোয়ারেজ (কলাম্বিয়া)।
গ্রুপ ‘এফ’
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক : মারিয়ানো আন্দজার (২১), আগাস্টম ওরিয়ন (১২), সার্জিও রোমেরো (১)।
ডিফেন্ডার : হোসে বসন্ত (২৩), মার্টিন ডেমিচেলিস (১৫), এজেকুয়েল গ্যারি (২), মার্কোস রোয়ো (১৬), পাবলো জাবালেটা (৪), হুগো ক্যাম্পাগনারো (৩), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭)
মিডফিল্ডার : রিকার্ডো অ্যালভারেজ (১৯), লুকাস বিগলিয়া (৬), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), আগুস্টো ফার্নান্দেজ (১৩), ফার্নান্দো গ্যাগো (৫), জাভিয়ার মাশচেরানো (১৪), এনজো পেরেজ (৮), ম্যাক্সি রড্রিগুয়েজ (১১)।
ফরোয়ার্ড : সার্জিও এগুয়েরো (২০), গঞ্জালো হিগুয়েন (৯), এজেকুইয়েল ল্যাভেজ্জি (২২), লিওনেল মেসি (১০), রড্রিগো প্যালাসিও (১৮)।
বসনিয়া দল :
গোলরক্ষক : আসমির বেগোভিচ (১), জেসমিন ফেজিচ (১২), আসমির আবদুকিচ (২২)।
ডিফেন্ডার্স : এমির স্পাহিচ (৪), টনি সানজিচ (১৫), সিয়াদ কোলাসিনাচ (৫), ওগ্নিয়েন ভার্নিয়েস (৬), এমিন বিকাকচিচ (৩)।
মিডফিল্ডার্স : মিরালেম পিয়ানিচ (৮), লাজেট হাজরোভিচ (২০), মেনসুর মুজদাজা (১৩), হ্যারিস মেদুনজানিন (১৮), সেনাড লুসিচ (১৬), আনেল হাডজিচ (২১), টিনো সুজিচ (১৪), সেজাদ সালিহোভিচ (২৩), জেভেজদান মিসিমোভিচ (১০), সেনিজাদ ইব্রিচিচ (১৭), এডভিজা ভার্সজেভিচ (২) মুহাম্মদ বেসিচ (৭)।
ফরোয়ার্ডস : ভেডাড ইবিসেভিচ (৯), এডিন জেকো (১১), এডিন ভিসচা (১৯)।
কোচ : সুচিজ সাফেত (বাহরাইন)
ইরান দল :
গোলরক্ষক : দানিয়েল দাভারি (২২), রহমান আহমাদি (১), আলিরেজা হকিকি (১২)।
ডিফেন্ডার্স : হোসেইন মাহিনি (১৩), জালাল হোসেইনি (৪), আমির হোসেন সাদেকি (৫), হাশেম বেকজাদেহ (১৯), মেরদাদ পুলাদি (২৩), আহমেদ আলেনেমেহ (১৭), পেজমান মন্তাজেরি (১৫), স্টেভেন বেইতাসুর (২০), মোহাম্মদ রেজা খানজাদেহ।
মিডফিল্ডার্স : রেজা হাগিগি (৮), আন্দ্রানিক তেইমুরিয়ান (১৪), ঘাশেম হাদাদিফার (১১), বখতিয়ার রাহমানি (১৮), জাভেদ নেকুনাম (৬), এহসান হাজিসাফি (৩)।
ফরোয়ার্ড : খসরু হেইদারি (২), করিম আনসারিফার্দ (১০), রেজা গুচানেজহাদ (১৬) আলিরেজা জাহানবক্স (৯), মাসুদ সোজাই (৭), আশখান দেজাগহ (২১)।
কোচ : কার্লোস কুইরোজ (পর্তুগাল)।
নাইজেরিয়া দল :
গোলরক্ষক : ভিনসেন্ট এনিয়ামা (১), সিগোজিয়ে আজবিম (২১) ও অস্ট্রিন এজিদে (১৬)।
ডিফেন্ডার : এলডারসন এচিয়েজিলে (৩), ইফে অ্যামব্রোস (৫), গডফেরি ওবুয়াবুনা (১৪), আজুবুইকে এগুয়েকভি (৬), ক্যানেথ ওমেরুও (২২), জুয়োন ওসানিভা (১৩), জোসেফ ইয়বো (২) ও কুনলে ওদুনলামি (১২)।
মিডফিল্ডার : জন মাইকেল ওবি (১০), ওগেনিয়ি ওনাজি (১৭), গ্যাব্রিয়েল রিয়াবেন (৪), মিশেল ওসেবো (২০) ও র্যামন আজিজ (১৫)।
ফরোয়ার্ড : আহমেদ মুসা (৭), শলা আমেওবি (২৩), ভিক্টর মসেস (১১), ইমান্যুয়েল এমিনিক (৯), পিটার ওদেমভিনজি (৮), উচে নওফর (১৯) ও ব্যাবাটুনডে মাইকেল (১৮)।
কোচ : স্টেফেন কেশি (নাইজেরিয়া)
গ্রুপ ‘জি’
জার্মানি দল :
গোলরক্ষক : ম্যানুয়েল ন্যুয়ার (১), রোমান ওয়েইডেন ফেলার (২২). রন রবার্ট জিলার (১২)।
ডিফেন্ডার্স : জেরোমে বোয়াটেং (২০), এরিক ডার্ম (১৫), কেভিন গ্রসকেরুয়েটস (২), বেনেডিক্ট হোয়েডেস (৪), ম্যাটস হুমেলস (৫), পার মারতেসকার (১৭), ম্যাথিয়াস গিনটার (৩)।
মিডফিল্ডার্স : জুলিয়ান ড্রাক্সলার (১৪), মারিও গোটশে (১৯), ক্রিস্টোফ ক্রামের (২৩), সামি খেদিরা (৬), টনি ক্রুস (১৮), মেসুত ওজিল (৮), মার্কো রিউস (২১), আন্দ্রে চুরলে (৯), বাস্তিয়ান শোয়েনস্টেইগার (৭), ফিলিপ লাম (১৬)।
ফরোয়ার্ডস : মিরোস্লাভ ক্লোসা (১১), থমাস মুলার (১৩), লুকাস পোডোলস্কি (১০)।
কোচ : জোয়াচিম লো (জার্মানি)
ঘানা দল :
গোলরক্ষক : এডাম লারসেন কাওয়াসে (১২), ফাতাউ ডুডা (১৬), স্টেফেন এডামস (১)।
ডিফেন্ডার্স : স্যামুয়েল ইনকুম (২), ড্যানিয়েল অপারে (৪), হ্যারিসন আফুল (২৩), জন বয় (২১), জসাথস মেনশা (১৯), রশিদ সুমাইলা (১৫)।
মিডফিল্ডার্স : মাইকেল এসিন (৫), সুলে আলি মুনতারি (১১), রবিউ মোহাম্মদ (১৭), কুয়াডু আসামোয়া (২০), ইমানুয়েল এজিম্যাং বাদু (৮), আফ্রিই অ্যাকুয়া (৬), আন্ড্রে আইউ (১০), মুবারক ওয়াকাসো (২২), ক্রিস্টিয়ান আতসু তোয়াসাম (৭), আলবার্ট আদমোয়া (১৪)।
ফরোয়ার্ডস : আসামোয় গায়ান (৩), কেভিন প্রিন্স বোয়াটেং (৯), আব্দুল মজিদ ওয়ারিস (১৮), জর্ডান আইউ (১৩)।
কোচ : আপিয়াহ (ঘানা)।
পর্তুগাল দল :
গোলরক্ষক : রুই প্যাট্রিসিও (১২), বেটো (২২), এডুয়ার্ডো (১)।
ডিফেন্ডার্স : আন্দ্রে আলমেইদা (১৯), ব্রুনো আলভেস (২), ফ্যানিও কোয়েন্ট্রাও (৫), হোয়াও পেরেইরা (২১), নেটো (১৪), পেপে (৩), রিকার্ডো কস্তা (১৩)।
মিডফিল্ডার্স : জোয়াও মুতিনহো (৮), মিগুয়েল ভেলোসো (৪), রাউল মিরেলেস (১৬), রুবেন আমোরিম (২০), উইলিয়াম কারভালহো (৬)।
ফরোয়ার্ডস : ক্রিস্টিয়ানো রোনাল্ডো (৭), এডার (১১), হেলডার পস্টিগা (২৩), হুগো আলমেইদা (৯), নানি (১৭), রাফা (১৫), সিলভেস্টার ভারেলা (১৮), ভিয়েরিনহা (১০) ।
কোচ : বেনেটো পাওলো (পর্তুগাল)
যুক্তরাষ্ট্র দল :
গোলরক্ষক : ব্রাড গুজান (১২), টি হাওয়ার্ড (১) ও নিক রিমান্ডো (২২)।
ডিফেন্ডার : ডামার্কাস বিসলি (৭), ম্যাট বেসলার (৫), জন ব্রুকস (৬), জিওফ ক্যামেরন (২০), টিমি চান্ডলার (২১), ওমর গঞ্জালেজ (৩), ফ্যাবিয়ান জনসন (২৩) ও ডিআন্দ্রে ইয়াডলিন (২)।
মিডফিলডার : কাইল বেকারম্যান (১৫), আ্যালেজান্দ্রো বিদয়া (১১), মাইকেল ব্রাডলি (৪), ব্রাড ডেভিস (১৪), মিক্স ডিসকেকেরুদ (১০), জুলিয়ান গ্রীন (১৬), জারমেইন জোন্স (১৩) ও গ্রাহাম জুসি (১৯)।
ফরোয়ার্ড : যজি আলটিডোর (১৭), ক্লিন্ট দেম্পশে (৮), অ্যারন জোহানসন (৯) ও ক্রিস অন্ডোলস্কি (১৮)।
কোচ : ক্লিন্সম্যান জার্গেন (জার্মানী)
গ্র“প ‘এইচ’
বেলজিয়াম দল :
গোলরক্ষক : থিবাউত কুরটয়েস (১), সিমন মিগনোলেট (১২), স্যামি বসুত (১৩)।
ডিফেন্ডার্স : টবি আল্ডারউইরলেড (২), অ্যান্থনি ভ্যান্ডেন বোরে (২১), ড্যানিয়েল ভ্যান বাইটেন (১৫), ভিন্সেন্ট কোম্পানি (৪), ইয়ান ভারটনগেন (৫), টমাস ভারমালেন (৩), নিকোলাস লম্বার্টস (১৮), লরেন্ত সিম্যান (২৩)।
মিডফিল্ডার্স : অ্যাক্সেল উইটসেল (৬), ম্যারুয়েন ফেলাইনি (৮), স্টেভেন ডিফোর (১৬), মুসা ডেম্বেলে (১৯), নেসার চাদি (২২), কেভিন ডি ব্রাইন (৭), এডেন হ্যাজার্ড (১০), দ্রিস মার্টেনস (১৪), আদান জানুজাই (২০)।
ফরোয়ার্ডস : রোমেলু লুকাকু (৯), ভিক ওরিজি (১৭), কেভিন মিরালাস (১১)।
কোচ : উইলমটস মার্চ (বেলজিয়াম)।
আলজেরিয়া দল :
গোলরক্ষক : রাইস মা’বোলহি (২৩), মোহাম্মদ জেমামুচে (১৬), সেডরিক মোহাম্মদ (১)।
ডিফেন্ডার্স : এসাইদ বেলকালেম (৪), মজিদ বুঘেরা (২), লিয়াসিন কাডামুরো (১৭), ফৌজি গুলাম (৩), রফিক হালিচ (৫), আইসা মান্ডি (২০), কার্ল মেদিয়ানি (১২), জামল মেসবাহ (৬)।
মিডফিল্ডার্স : নাবিল বেনতালেব (১৪), ইয়াসিন ব্রাহিমি (১১), সাফির তাইদার (১৯), হাসান ইয়েবদা (৭), মেদি লাচেন (৮), মেহদি মোস্তেফা (২২)।
ফরোয়ার্ডস : আব্দেলমুমেন দিয়াবু (১৮), সোফিনে ফেঘুলি (১০), রিয়াদ মাহরেজ (২১), ইসলাম স্লিমানি (১৩), হিলাল সৌদানি (১৫), নাবল ঘিলাস (৯)।
কোচ : হালি হদিস বাহিত (বাহরাইন)
রাশিয়া দল :
গোলরক্ষক : ইগর আকিনফিব (১), ইউরি লডিজিন (১২), সার্গেই রিজিকভ (১৬)।
ডিফেন্ডার্স : ভাসিলি বেরেজুটস্কি (১৪), সার্গেই ইগনাসেভিচ (৪), গিওর্গি চেনেনিকভ (৩), ভাদিমির গ্রানাট (১৩), আলেক্সি কজলভ (২), আন্দ্রেই ইয়েসচেনকো (২২), দিমিত্রি কমবারভ (২৩), আন্দ্রেই সেমেনভ (৫)।
মিডফিল্ডার্স : ইগর ডেনিসভ (৭), ইউরি ঝিরকভ (১৮), এলান দাজাগোয়েভ (১০), রোমান শিরকভ (১৫), ডেনিস গ্লুসাকভ (৮), ভিক্টর ফাইজুলিন (২০), ওলেগ শাটভ (১৭)।
ফরোয়ার্ডস : আলেক্সান্ডার কারঝাকভ (১১), আলেক্সি ইয়োনভ (২১), আলেক্সান্ডার কোকোরিন (৯), ম্যাক্সিম কানুনিকভ (৬), আলেক্সান্ডর সামেডভ (১৯)।
কোচ : ফ্যাবিও ক্যাপেলো (ইতালি)
দক্ষিণ কোরিয়া দল :
গোলরক্ষক : জুং সুং-রিয়ং (১), কিম সং-জিউ (২১), লি বাম-ইয়ং (২৩)।
ডিফেন্ডার্স : হং জেয়ং-হো (২০), হুয়াংসেয়ক-হো (৬), কিম চ্যাং-সু (২), পার্ক জু-হো (২২), কিম ইয়ং-গন (৫), ইউন সুকিয়ং (৩), কাওয়াক তায়ে হু (৪), লি ইয়ং (১২)।
মিডফিল্ডার্স : হা ডে-সুং (৮), হ্যান কুক-ইয়ং (১৪), ডং ওন (১৯), কি সুং-ইউয়েং (১৬), কিম বো-কিউং (৭), লিচুং-ইয়ং (১৭), পার্ক জং-ঊ (১৫), সন হিউং-মিন (৯)।
ফরোয়ার্ডস : কিম সিন-উক (১৮), কু জা-চেওল (১৩), লি কিউন-হো (১১), পার্ক চু ইয়ং (১০)।
কোচ : হং মিউংবো (কোরিয়া)
গ্রুপ পর্ব
ক্রমিক নং তারিখ ম্যাচ সময় ভেন্যু
১ ১২ জুন ব্রাজিল-ক্রোয়েশিয়া রাত ২টা সাও পাওলো
২ ১৩ জুন মেক্সিকো- ক্যামেরুন রাত ১০টা নাটাল
৩ – ১৩ জুন স্পেন বনাম নদারল্যান্ডস রাত ২টা সালভাদর
৪ ১৩ জুন চিলি -অস্ট্রেলিয়া ভোর ৪টা কুইয়াবা
৫- ১৪ জুন কলম্বিয়া – গ্রিস রাত ১০টা বেলো হরিজোন্টে
৬ ১৫ জুন আইভরিকোস্ট বনাম জাপান- সকাল ৭টা(পরের দিন) রেসিফে
৭ ১৪ জুন উরুগুয়ে- কোস্টারিকা রাত ১টা ফোর্তালেজা
৮ ১৪ জুন ইংল্যান্ড- ইতালি সকাল ৭ট(পরের দিন) মানাউস
৯ ১৫ জুন সুইজারল্যান্ড- ইকুয়েডর রাত ১০টা ব্রাসিলিয়া
১০ ১৫ জুন ফ্রান্স- হন্ডুরাস- রাত ১টা পোর্তো আলেগ্রো
১১ ১৫ জুন আর্জেন্টিনা-বসনিয়া ভোর ৪টা রিও ডি জেনিরো
১২ ১৬ জুন ইরান- নাইজেরিয়া রাত ১টা কুরিতিবা
১৩ ১৬ জুন জার্মানি- পর্তুগাল রাত ১১টা সালভাদর
১৪ ১৬ ই ঘানা- যুক্তরাষ্ট্র ভোর ৪টা নাটাল
১৫ ১৭ জুন বেলজিয়াম -আলজেরিয়া রাত ১০টা বেলোহরিজোন্তে
১৬ ১৭ জুন রাশিয়া- দ. কোরিয়া ভোর ৪টা কুইয়াবা
১৭ ১৭ জুন ব্রাজিল- মেক্সিকো রাত ১টা ফোর্তালেজা
১৮ ১৮ জুন ক্যামেরুন- বনাম ক্রোয়েশিয়া ভোর ৪টা মানাউস
১৯- ১৮ জুন চিলি -স্পেন রাত ১টা রিও ডি জেনিরো
২০ ১৮ জুন অস্ট্রেলিয়া -নেদারল্যান্ডসস রাত ১০টা পোর্তো আলেগো
২১ ১৯ জুন কলম্বিয়া- আইভরিকোস্ট রাত ১০টা ব্রাসিলিয়া
২২- ১৯ জুন জাপান- গ্রিস ভোর ৪টা নাটাল
২৩ ১৯ জুন উরুগুয়ে- ইংল্যান্ড রাত ১টা সাও পাওলো
২৪ ২০ জুন ইতালি- কোস্টারিকা রাত ১০টা রেসিফে
২৫ ২০ জুন সুইজারল্যান্ড- ফ্রান্স রাত ২টা সালভাদর
২৬ ২০ জুন হন্ডুরাস- ইকুয়েডর ভোর ৪টা কুরিতিবা
২৭ ২১ জুন আর্জেন্টিনা-ইরান রাত ১০টা বেলো হরিজোন্টে
২৮ ২১ জুন নাইজেরিয়া -বসনিয়া ভোর ৪টা কুইয়াবা
২৯ ২১ জুন জার্মানি- ঘানা রাত ১টা ফোর্তালেজা
৩০ ২২ জুন যুক্তরাষ্ট্র- পর্তুগাল ভোর ৪টা মানাউস
৩১ ২২ জুন বেলজিয়াম-রাশিয়া রাত ১০টা রিও ডি জেনিরো
৩২ ২২ জুন দ.কোরিয়া- আলজেরিয়া রাত ১টা পোর্তো আলেগ্রে
৩৩ ২৩ জুন ক্যামেরুন- ব্রাজিল রাত ২টা ব্রাসিলিয়া
৩৪ ২৩ জুন ক্রোয়েশিয়া- মেক্সিকো রাত ২টা রেসিফে
৩৫ ২৩ জুন অস্ট্রেলিয়া-স্পেন রাত ১০টা কুরিতিবা
৩৬ -২৩ জুন নেদারল্যান্ডসস – চিলি রাত ১০টা সাও পাওলো
৩৭ ২৪ জুন জাপান বনাম কলম্বিয়া রাত ২টা কুইয়াবা
৩৮ ২৪ জুন গ্রিস- আইভরি কোস্ট রাত ২টা ফোর্তালেজা
৩৯ ২৪ জুন ইতালি -উরুগুয়ে রাত ১০টা নাটাল
৪০ ২৪ জুন কোস্টারিকা- ইংল্যান্ড রাত ১০টা বেলো হরিজোন্টে
৪১ ২৫ জুন হন্ডুরাস-সুইজারল্যান্ড রাত ২টা মানাউস
৪২ ২৫ জুন ইকুয়েডর-ফ্রান্স রাত ২টা রিও ডি জেনিরো
৪৩ ২৫ জুন নাইজেরিয়া-আর্জেন্টিনা রাত ১০টা পোর্তো আলেগ্রে
৪৪ ২৫ জুন বসনিয়া-ইরান রাত ১১টা সালভাদর
৪৫ ২৬ জুন যুক্তরাষ্ট্র-জার্মানি রাত ১০টা রেসিফে
৪৬ ২৬ জুন পর্তুগাল-ঘানা রাত ১০টা ব্রাসিলিয়া
৪৭ ২৬ জুন দ.কোরিয়া-বেলজিয়াম রাত ২টা সাও পাওল
৪৮ ২৬ জুন আলজেরিয়া-রাশিয়া রাত ২টা কুরিতিবা
দ্বিতীয় পর্ব
৪৯ ২৮ জুন ১এ-২বি রাত ১০টা বেলো হরিজোন্টে
৫০ ২৮ জুন ১ সি-২ডি রাত ২টা রিও ডি জেনিরো
৫১ ২৯ জুন ১ বি-২এ রাত ১০টা ফোর্তালেজা
৫২ ২৯ জুন ১ডি-২ সি রাত ২টা রেসিফে
৫৩ ৩০ জুন ১ই-২ এফ রাত ১০টা ব্রাসিলিয়া
৫৪ ৩০ জুন ১ জি-২ এইচ রাত ২টা পোর্তো আলেগ্রে
৫৫ ১ জুলাই ১এফ-২ই রাত ১০টা সাও পাওলো
৫৬ ১ জুলাই ১এইচ-২জি রাত ২টা সালভাদর
কোয়ার্টার ফাইনাল
৫৭ ৪ জুলাই জয়ী ৪৯-জয়ী ৫০ রাত ২টা ফোর্তালেজা
৫৮ ৪ জুলাই জয়ী৫৩-জয়ী ৫৪ রাত ১০টা রিও ডি জেনিরো
৫৯ ৫ জুলাই জয়ী৫১-জয়ী ৫২ রাত ২টা সালভাদর
৬০ ৫ জুলাই জয়ী ৫৫- জয়ী ৫৬ রাত ১০টা ব্রাসিলিয়া সেমিফাইনাল
৬১ ৮ জুলাই জয়ী ৫৭-জয়ী ৫৮ রাত ২টা বেলো হরিজোন্টে
৬২ ৯ জুলাই জয়ী৫৯-জয়ী ৬০ রাত ২টা সাও পাওলো
তৃতীয় স্থান নির্ধারণী
৬৩ ১২ জুলাই পরাজিত৬১- পরাজিত৬২ রাত ২টা ব্রাসিলিয়া
ফাইনাল
৬৪ ১৩ জুলাই জয়ী ৬১- জয়ী ৬২ রাত ১টা
রিও ডি জেনিরো
ব্রাজিল দল :
গোলরক্ষক : হুলিও সিজার (১২), জেফাসন (১), ভিক্টর (২২)।
ডিফেন্ডার্স : মার্সেলো (৬), দানি আলভেজ (২), মাইকন (২৩), ম্যাক্সওয়েল (১৪), থিয়াগো সিলভা (৩), ডেভিড লুইজ (৪), দন্তে (১৩), হেনরিক (১৫)।
মিডফিল্ডার : পলিনহো (৮), রামিরেজ (১৬), উইলিয়ান (১৯), অস্কার (১১), হার্নানেস (১৮), লুইজ গুস্তাভো (১৭), ফার্নানদিনহো (৫)।
ফরোয়ার্ড : বার্নার্ড (২০), নেইমার (১০), ফ্রেড (৯), জো (২১), হাল্ক (৭)।
কোচ : লুইজ ফেলিপ স্কলারি (ব্রাজিল)।
মেক্সিকো দল :
গোলরক্ষক : গুইলার্মো ওচোয়া (১৩), হোসে করোনা (১), আলফ্রেডো তালাভেরা (১২)।
ডিফেন্ডার : পল আগুইলার (২২), মিগুয়েল লিয়ান (৭), ফ্রান্সিস্কো রড্রিগুয়েজ (২), হেক্টর মরেনো (১৫), দিয়াগো রেইস (৫), কার্লোস সালসিদো (৩), রাফায়েল মার্কুয়েজ (৪), মিগুয়েল পঞ্চ (১৬) আন্দ্রেস গুয়ারদাদো (১৮)।
মিডফিল্ডার : মার্কো ফ্যাবিয়ান (৮), কার্লোস পেনা (২১), হোসে হুয়ান ভাজকুয়েজ (২৩), হেক্টর হেরেরা (৬), ইসাক ব্রিজুয়েলা (১৭), জাভিয়ার একুইনো (২০)।
ফরোয়ার্ড : রাউল জিমেনেজ (৯), জাভিয়ার হার্নান্দেজ (১৪), ওরিবে পেরালটা (১৯), অ্যালান পুলিডো (১১), জিওভানি ডস স্যান্টোস (১০)।
কোচ : হেরেরা মিগুয়েল (মেক্সিকো)।
ক্রোয়েশিয়া দল :
গোল রক্ষক : স্টিপ পেলেতিকোসা (১), ড্যানিয়েল সুবাসিচ (২৩) অলিবার জেলেনিকা (১২)।
ডিফেন্ডার : দারিজো সরনা (১১), দোমাগোজ ভিদা (২১), সিমে ভরসালকো (২), দানিজেল পরানজিচ (৩), ভেডরান করলুকা (৫), দিজেন লভরেন (৬), গর্ডন সচিনডেলফেল্ড (১৩)।
মিডফিল্ডার : লুকা মড্রিচ (১০), ইভান রাকিটিক (৭), মাটেও কোভাচিচ (২০), মার্সেলো ব্রোজোবিচ (১৪), অগনিজেন ভুকোজেভিচ (৮), ইভান মসিনিচ (১৫), সামির (১৯), ইভান প্যারিসিচ (৪)।
ফরোয়ার্ড : ম্যারিও মানজুকিচ (১৭), নিকিচা জেলাভিচ (৯), ইভিচা অলিচ (১৮), ইডুরাডো দ্য সিলবা (২২), ও আনটে রেবিচ (১৬)।
কোচ : কোভাক নিকো ( ক্রোয়েশিয়া)।
ক্যামেরুন দল :
গোলরক্ষক : চার্লস ইতান্দেই (১৬), স্যামি এন’ডিয়ক (২৩), লুক ফিউদিউ (১)।
ডিফেন্ডার্স : এল্যান নিয়ম (২২), সেডরিক দিয়েউগু (৪), ড্যানি নুনকেউ (৫), অরেলিয়েন চেদিউ (১৪), নিকোলাস এনকুলু (৩), হেনরি বেডিমো (১২), বেনন্ট আসু-একোটো (২)।
মিডফিল্ড : এনো ইয়ং (১৮), জিন এল মাকুন (১১), জোয়েল ম্যাটিপ (২১), স্টেফানে মাবিয়া (১৭), ল্যান্ড্রি ্এনগুয়েনো (৭), আলেক্সান্দ্রে সং (৬), এডগার সলি (২০)।
ফরোয়ার্ড : স্যামুয়েল ইতো (৯), এরিক ম্যাক্সিম চুপো-মটিং (১৩), বেঞ্জামিন মুকান্ডিও (৮), ভিন্সেন্ট আবুবকর (১০), পিয়েরে আচিলি ওয়েবো (১৫), ফ্যাব্রিচ ওলিঙ্গা (১৯)।
কোচ : ফিনেক ভলকার (জার্মানি)।
গ্রুপ ‘বি’
স্পেন দল :
গোলরক্ষক : ইকার ক্যাসিয়াস (১), পেপে রেইনা (২৩), ডেভিড ডি গেয়া (১২)।
ডিফেন্ডার্স : সার্জিও রামোস (১৫), গেরার্ড পিকে (৩), রাউল আলবিওল (২), জাভি মার্টিনেজ (৪), হুয়ানফ্রান (৫), জর্ডি আলবা (১৮), চেজার আজপিলিকুয়েটা (২২)।
মিডফিল্ডার্স : জাভি হার্নান্দেজ (৮), জাভি আলনসো (১৪), আন্দ্রেস ইনিয়েস্তা (৬), কোক (১৭), সার্জিও বসকুয়েটস (১৬), সান্তি কাজরলা (২০), চেজে ফ্যাব্রেগাজ (১০), হুয়ান মাতা (১৩), ডেভিড সিলভা (২১)।
ফরোয়ার্ডস : পেড্রো (১১), দিয়েগো কস্তা (১৯), ডেভিড ভিয়া (৭), ফার্নান্দো তোরেজ (৯)।
কোচ : ভিসেন্তে দেল বস্ক (স্পেন)
চিলি দল :
গোলরক্ষক : ক্লাদিও ব্রাভো (১), জনি হেরেরা (২৩), ক্রিস্টোফার তোসেলি (১২)।
ডিফেন্ডার্স : গ্যারি মেডেল (১৭), হোসে রোয়াস (১৩), ইউজেনিও মেনা (২), গনজালো জারা (১৮), মিকো আলবোরনোজ (৩), মরিচিও ইসলা (৪)।
মিডফিল্ডার্স : আরতুরো ভিদাল (৮), মার্সেলো ডিয়াজ (২১), ফ্রান্সিসকো সিলভা (৫), ফেলিপ গুটিয়েরেজ (১৬), হোসে ফুয়েল জালিডা (১৯), কার্লোস কারমনা (৬), জিন বিউসেজিউর (১৫), চার্লস আরাঙ্গুইজ (২০), জর্জ ভালদিভিয়া (১০)।
ফরোয়ার্ড : আলেক্সিজ সানচেজ (৭), এডুয়ার্ডো ভারগাস (১১), মরিসিও পিনিলা (৯), এস্তাবেন প্যারেডস (২২), ফ্যাবিয়ান ওরেলানা (১৪)।
কোচ : স্যামপাওলি জর্জ (আর্জেন্টিনা)।
অস্ট্রেলিয়া দল :
গোলরক্ষক : ম্যাথু রায়ান (১), মিচেল ল্যাঞ্জেরাক (১২), ইউগেনে গালেকোভিচ (১৮)।
ডিফেন্ডার্স : ইভান ফ্রাঞ্জিচ (২), জেসন ডেভিডসন (৩), ম্যাথু স্পিরানোভিচ (৬), বেইলি রাইট (৮), অ্যালেক্স উইলকিনসন (২২), রায়ান ম্যাকগোয়ান (১৯)।
মিডফিল্ড : মিল জেডিনাক (১৫), মার্ক মিলিগান (৫), জেমস হল্যান্ড (১৬), মাসিমো লুঙ্গো (২১), ওলিভার বোয়ানিক (১৩), ম্যাট ম্যাককে (১৭), মার্ক ব্রেসিয়ানো (২৩), টমি ওয়ার (১১), জেমস ট্রয়সি (১৪), ড্যারিও ভিডোসিচ (২০)।
ফরোয়ার্ড : টিম চাহিল (৪), বেন হ্যালোরান (১০), এডাম টাগার্ট (৯), ম্যাথু লেকি (৭)।
কোচ : পোস্টেকোগ্লু (অস্ট্রেলিয়া)
হল্যান্ড (নেদারল্যান্ডস)দল :
গোল রক্ষক : জেসপার সিলেসেন (১), মাইকেল ভরম (২২) ও টিম ক্রুল (২৩)।
ডিফেন্ডার : পল ভারহেগ (১২), ড্যারিল জানমাট (৭), জুয়েল ভেল্টম্যান (১৩), স্টেফেন ডি ভরিজ (৩), রন ভলার (২), ব্র“নো মার্টিন্স ইন্ডি (৪), টেরেন্সে কনগোলো (১৪) ও ড্যালে বি¬ন্ড (৫)।
মিডফিল্ডার : লেরয় ফের (১৮), নাইজেল ডি জং (৬), জর্ডি ক্ল্যাসি (১৬), জোনাথন ডি গুজম্যান (৮), জেওরজিনিও উইজনালডাম (২০) ও ওয়েসলি স্নেইডার (১০)।
ফরোয়ার্ড : অ্যারিয়েন রোবেন (১১), রবিন ভ্যান পর্সি (৯), ক্লাস জ্যান হান্টেলার (১৯), ডির্ক কুয়েট (১৫), জেরেম্যাইন লেনস (১৭) ও মেমফিস (২১) ।
কোচ : লুইস ভ্যান গাল (নেদারল্যান্ডস)
গ্রুপ ‘সি’
কলম্বিয়া দল :
গোলরক্ষক : ডেভিড ওসপিনা (১), ফারিদ মন্ড্রাগন (২২), ক্যামিলো ভার্গাস (১২)।
ডিফেন্ডার্স : পাবলো আরমেরো (৭), হুয়ান জুনিগা (১৮), ক্রিস্টিয়ান জাপাটা (২), এডার আলভারেজ বালান্টা (১৬), মারিও আলবার্তো ইয়েপেস (৩), কার্লোস ভালদেস (২৩), সান্তিয়াগো আরিয়াস (৪)।
মিডফিল্ডার্স : আবেল আগুইলার (৮), ফ্রেডি গুয়ারিন (১৩), হুয়ান গুইলার্মো কুয়াড্রাডো (১১), জেমস রড্রিগুয়েজ (১০), আলডো লিয়াও রামিরেজ (৫), কার্লোস স্যানচেজ (৬), আলেকজান্ডার মেইয়া (১৫), হুয়ান ফার্নান্দো কুইন্টেরো (২০)।
ফরোয়ার্ডস : জ্যাকসন মার্টিনেজ (২১), কার্লোস বাক্কা (১৭), টিওফিলো গুটিয়েরেজ (৯), আদ্রিয়ান রামোস (১৯) , ভিক্টর ইব্রাবো (১৪)।
কোচ : পেকারমেন্ট (আর্জেন্টিনা)।
গ্রিস দল :
গোলরক্ষক : ওরেসটিস কার্নেজিস (১), পানাগিওটিস গ্লিকস (১২), স্টেফানোস ক্যাপিনো (১৩)।
ডিফেন্ডার্স : কস্তাস মানোলাস (৪), জোসে হোলেবাস (২০), সক্রেটিস পাপাসটাথোপুলোস (১৯), ভানগেলিস মোরাস (৫), গিয়র্গস তাজাভেলাস (৩), লুকাস ভিন্ট্রা (১১), ভ্যাসিলিস টোরোসিডিস (১৫)।
মিডফিল্ডার্স : আলেক্সান্ড্রোস টিজিওলিস (৬), আন্দ্রেয়াস সামারিস (২২), জোয়ানিস ম্যানিয়াটিস (২), কস্তাস কাতসুরানিস (২১), গিয়র্গস কারাগুনিস (১০), প্যানাজিওটিস টাচসিডিস (২৩), জিয়ানিস ফাটফাটিডিস (১৮), লাজারোস ক্রিস্টোডুলোপুলোন (১৬), প্যানাগিওটিস কোন (৮)।
ফরোয়ার্ডস : দিমিত্রিস সালপিঙ্গডিস (১৪), গিওর্গস সামারাস (৭), কস্তাস মিট্রোগলু (৯), ফানিস গেকাস (১৭)।
কোচ : ফার্নান্ডো সান্তোস (পর্তুগাল)।
আইভরি কোস্ট দল :
গোলরক্ষক : বুবাকার ব্যারি (১), সেউবামান্ডে (২৩), সিলিভেইন গোবোহোউ (১৬)।
ডিফেন্ডার্স : কোলো তোরে (৪), আর্থার বোকা (৩), জিন ড্যানিয়েল আকপাআকপ্রো (৭), সের্গে অরিয়ার (১৭), ওসমান ভেরা দিরাসুবা (২), দিদিয়ার জোকোরা (৫), কনস্ট্যান্ট জাকপা (১৮), বামবা সুলাইমান (২২)।
মিডফিল্ডার্স : ইসমাইল ডায়মন্ড (১৪), ম্যাক্স অ্যালেইন গ্রাডেল (১৫), ইয়া তোরে (১৯), ইসমায়েল চেইক টিটো (৯), জিওফ্রে সেরে ডাই (২০), দিয়ার ইয়া কোনান (১৩), ম্যাথিস বলি (৬)।
ফরোয়ার্ড : দিদিয়ার দ্রগবা (১১), গারভিনহো (১০), সলোমন কালু (৮), উইলফ্রাইড বনি (১২), জিওভানি সিও (২১)।
কোচ : লামুসি সাবর্ড়ি (ফ্রান্স)।
জাপান দল :
গোলরক্ষক : ইজি কাশিমা (১), শুসাকু নিশিকাওয়া (১২), সুইচি গোন্ডা (২৩)।
ডিফেন্ডার্স : ইয়াসুইকুই কোনো (১৫), মাশিকো ইনোহা (১৯), ইউন্তু নাগাতোমো (৫), মাসাতো মরিশিগে (৬), আতসুতো উচিদা (২), মায়া ইয়োশিদা (২২), হিরোকি সাকাই (২১), গোটোকু সাকাই (৩)।
মিডফিল্ডার্স : ইয়াসুহিতো এন্ডো (৭), মাকোতো হাসেবে (১৭), তোশিহিরো অয়োয়ামা (১৪), হোতারু ইয়ামাগুচি (১৬), কেইসুক হোন্ডা (৪), শিনজি কাগাওয়া (১০)।
ফরোয়ার্ডস : ইয়োসিতো ওকুবো (১৩), শিনজি ওকাজাকি (৯), হিরোশি কিয়োতাকে (৮), ইয়োচিরো কাকিতানি (১১), মানাবু সেইতো (২০), ইউয়া ওসাকো (১৮)।
কোচ :
গ্রুপ ‘ডি’
উরুগুয়ে দল:
গোলরক্ষক : ফার্নান্ডো মুসলেরা (১), মার্টম সিলভা (২৩), রড্রিগো মুনোজ (১২)।
ডিফেন্ডার্স : দিয়েগো লুগানো (২), দিয়েগো গডম্যান (৩), হোসে মারমা গিমেনেজ (১৩), মার্টম্যান ক্যাসেরেস (২২), ম্যাক্সিমিলানো পেরেইরা (১৬), জর্জ ফুচিল (৪), সেবাস্তিয়ান কোটস (১৯)।
মিডফিল্ডার্স : এজিডিও আলভারো রামোস (১৭), ওয়ালটার গার্গানো (৫), দিয়েগো পেরেজ (১৫), আলভারো গনজালেজ (২০), আলভারো পেরেইরা (৬), ক্রিস্টিয়ান রড্রামগুয়েজ (৭), গ্যাস্টন রামিরেজ (১৮), নিকোলাস লোডেইরো (১৪)।
ফরোয়ার্ডস : লুইজ সুয়ারেজ (৯), এডিনসন কাভানি (২১), দিয়েগো ফোরলান (১০), ক্রিস্টিয়ান স্টুয়ানি (১১), আবেল হার্নান্দেজ (৮)।
কোচ : অস্কার তাবারেজ (উরুগুয়ে)
ইংল্যান্ড দল :
গোলরক্ষক : জো হার্ট (১), বেন ফস্টার (১৩), ফেসার ফ্রস্টার (২২)।
ডিফেন্ডার্স : লেইটন বেইনস (৩), গ্যারি চাহিল (৫), ফিল জাগিয়েলকা (৬), গ্লেন জনসন (২), ফিল জোন্স (১৬), লুক শা (২৩), ক্রিস স্মালিং (১২)।
মিডফিল্ডার্স : রস বার্কলি (২১), স্টেভেন গেরার্ড (৪), জর্ডান হেন্ডারসন (১৪), এডাম ললনা (২০), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৮), অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন (১৫), রাহিম স্টালিং (১৯), জ্যাক উইলশায়ার (৭), জেমস মিলনে (১৭)।
ফরোয়ার্ডস : রিকি ল্যাম্বার্টস (১৮), ওয়েইন রুনি (১০), ড্যানিয়েল স্টুরিজ (৯), ড্যানিয়েল উইলবেক (১১)।
কোচ : রয় হডসন (ইংল্যান্ড)।
কোস্টারিকা দল :
গোলরক্ষক : কেইলর নাভাস (১), প্যাট্রিক পেমবারটন (১৮), ড্যানিয়েল ক্যাম্ব্রোনেরো (২৩),
ডিফেন্ডার্স : গিয়ানকার্লো গনজালেজ (৩), জনি অ্যাকস্টা (২), মাইকেল উমানা (৪), রয় মিলার (১৯), ক্রিস্টিয়ান গামবোয়া (১৬), অস্কার ডুয়ার্ট (৬), হেইনার মোরা (৮), জুনিয়র দিয়াজ (১৫), ওয়েলন ফ্রান্সিস (১২)।
মিডফিল্ডার্স : ইয়েলেতসিন তেজেদা (১৭), চেলসো বোরগেস (৫), মিউগেল কুবেরো (২২), মাইকেল ব্যারান্টেস (১১), এস্তেবান গ্রানাডোস (১৩), ক্রিস্টিয়ান বোলানস (৭), দিয়েগো চালভো (২০)।
ফরোয়ার্ডস : মার্কো উরেনা (২১), র্যান্ডাল ব্রেনেস (১৪), রায়ান রুইজ (১০), জোয়েল ক্যাম্পবেল (৯)।
কোচ : পিন্টো জর্জ লুইস (কলম্বিয়া)।
ইতালি দল :
গোলরক্ষক : গিয়ালুইজি বুফন (১), সালভাতোরে সিরিগু (১২), মাতিয়া পেরিন (১৩)।
ডিফেন্ডার : ইগনাজিও আবাতে (৭), আন্দ্রে বারজাগলি (১৫), লিওনার্দো বনুচ্চি (১৯), গিওর্গিও চিয়েলিনি (৩), মাত্তেও ডারমিয়ান (৪), মাতিয়া ডি সিগলিও (২), গ্যাব্রিয়েল পালেত্তা (২০)।
মিডফিল্ডার : আলবার্তো অ্যাকুইলানি (১৪), এন্টোনিও কানড্রেভা (৬), ড্যানিয়েল ডি রোসি (১৬), ক্লডিও মারসিজিও (৮), থিয়াগো মোতা (৫), মার্কো পারোলো (১৮), আন্দ্রে পিরলো (২১), মার্কো ভেরাত্তি (২৩)।
ফরোয়ার্ড : মারিও বালোতেল্লি (৯), এন্টোনিও কাসানো (১০), আলেসিও সেরসি (১১), সিরো ইমোবিলে (১৭), লোরেনজো ইনসিগনে (২২)।
কোচ : চেজার প্রানদেল্লি (ইতালি)।
গ্রুপ ‘ই’
সুইজারল্যান্ড দল :
গোলরক্ষক : দিয়েগো বেনাগলিও (১), রোমান বুয়ের্কি (২১), ইয়ান সামার (১২)।
ডিফেন্ডার্স : জোহান দিউরু (২০), মাইকেল ল্যাং (৬), স্টেফান লিচটেইনার (২), রিকার্ডো রড্রিগুয়েজ (১৩), ফ্যাবিয়ান শায়ের (২২), ফিলিপ সেন্ডেরস (৪), স্টিভ ভন বারজেন (৫), রেটো জেগলার (৩)।
মিডফিল্ডার্স : ট্রানকুইলো বারনেতা (৭), ভ্যালন বেহরামি (১১), ব্লেরিম ডিমেইল (১৫), জেলসন ফার্নান্দেস (১৬), জোয়েখান ইনলার (৮), জেরডান শাকিরি (২৩), ভ্যালেন্টিন স্টকার (১৪)।
ফরোয়ার্ডস : জোসিপ ডারমিক (১৯), মারিও গাবরানোভিচ (১৭), অ্যাডমির মেহমেদি (১৮), হ্যারিস সেফেরোভিচ (৯), গ্রানিট ঝাকা (১০)।
কোচ : ওটমার হিটজফ্লেড (জার্মানী)।
ইকুয়েডর দল :
গোলরক্ষক : ম্যাক্সিমো ব্যাঙ্গুয়েরা (১), আদ্রিয়ান বোন (১২), আলেক্সান্ডার ডোমিনগুয়েজ (২২)।
ডিফেন্ডার্স : ফ্রিকসন এরাজো (৩), জর্জ গুয়াগুয়া (২), অসকার বেগুই (১৮), গাব্রিয়েল আচিলিয়ার (২১), হুয়ান কার্লোস প্যারেডস (৪), অ্যালেক্স ইবারা (৫)।
মিডফিল্ডার্স : সেগুন্ডো ক্যাসিলিও (১৪), কার্লোস গুয়েজো (২৩), ক্রিস্টিয়ান নবোয়া (৬), লুইস সারিতামা (১৯), এন্টোনিও ভ্যালেন্সিয়া (১৬), এডিসন মেন্ডেজ (৮), ফিডেল মার্টিনেজ (২০), জেফারসন মন্টেরো (৭), ওয়াল্টার আইওভি (১০), মাইকেল আরোইয়ো (১৫)।
ফরোয়ার্ডস : জোয়াও রোজাস (৯), ফেলিপ কেইসেডো (১১), জামি আইওভি (১৭), ইনার ভ্যালেন্সিয়া (১৩)।
কোচ : রুয়েডা রেইনালডো (কলম্বিয়া)।
ফ্রান্স দল :
গোলরক্ষক : হুগো লোরিস (১), স্টিফেন রাফিয়ার (১৬), মাইকেল লানড্রেও (২৩)।
ডিফেন্ডার : ম্যাথিউ ডেবাচি (২), লুকাস দিগনে (১৭), প্যাট্রিস ইভরা (৩), লরেন্ট কোসিনলে (২১), এলিয়াকুইম মানগালা (১৩), বাকালে সাগনা (১৫), মামাডু সাকো (৫), রাফায়েল ভারানে (৪)।
মিডফিল্ডার : ইয়োহান কাবায়ে (৬), ক্লেমেন্ট গ্রেনিয়ার (২২), ব্লেইসে মাটুইদি (১৪), রিও মায়ুবা (১২), পল পোগবা (১৯), মোসা সিসোকো (১৮), ম্যাথিউ ভালবুয়েনা (৮)।
ফরোয়ার্ড : করিম বেনজেমা (১০), অলিভার গিরাড (৯), এন্টোনিও গ্রিয়েজমান (১১), লুইস রেমি (২০), ফ্র্যাংক রিবেরি (৭)।
কোচ : দিদিয়ার দেশ্যাম (ফ্রান্স)।
হন্ডুরাস দল :
গোলরক্ষক : নোয়েল ভ্যালাডারেস (১৮), ডোনিস এস্কোবার (২২), লুইস লোপেজ (১)।
ডিফেন্ডার্স : এডার ডেলগাডো (১২), মেনর ফিগুয়েরাও (৩), ভিক্টর বার্নাডেজ (৫), এমিলো ইজাগুইরে (৭), ওসমান চাভেজ (২), হুয়ান কারের্লাস গার্সিয়া (৬), ব্রায়ান বেকেলেস (২১), হুয়ান পাবলো মন্টেস (৪)।
মিডফিল্ডার্স : বনিয়েক গার্সিয়া (১৪), এন্ডি নায়ার (১৭), রজার এসপিনোজা (১৫), উইলসন প্যালাসিওস (৮), লুইস গ্যারিডো (১৯), মারিও মার্টিনেজ (২৩), মার্ভিন চাভেজ (১০), জর্জ কালোর্স (২০)।
ফরোয়ার্ডস : জেরি বেঙ্গস্টন (১১), জেরি প্যালাসিওস (৯), কার্লো কস্টলি (১৩), রনি মার্টিনেজ (১৬)।
কোচ : লুইস সোয়ারেজ (কলাম্বিয়া)।
গ্রুপ ‘এফ’
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক : মারিয়ানো আন্দজার (২১), আগাস্টম ওরিয়ন (১২), সার্জিও রোমেরো (১)।
ডিফেন্ডার : হোসে বসন্ত (২৩), মার্টিন ডেমিচেলিস (১৫), এজেকুয়েল গ্যারি (২), মার্কোস রোয়ো (১৬), পাবলো জাবালেটা (৪), হুগো ক্যাম্পাগনারো (৩), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭)
মিডফিল্ডার : রিকার্ডো অ্যালভারেজ (১৯), লুকাস বিগলিয়া (৬), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), আগুস্টো ফার্নান্দেজ (১৩), ফার্নান্দো গ্যাগো (৫), জাভিয়ার মাশচেরানো (১৪), এনজো পেরেজ (৮), ম্যাক্সি রড্রিগুয়েজ (১১)।
ফরোয়ার্ড : সার্জিও এগুয়েরো (২০), গঞ্জালো হিগুয়েন (৯), এজেকুইয়েল ল্যাভেজ্জি (২২), লিওনেল মেসি (১০), রড্রিগো প্যালাসিও (১৮)।
বসনিয়া দল :
গোলরক্ষক : আসমির বেগোভিচ (১), জেসমিন ফেজিচ (১২), আসমির আবদুকিচ (২২)।
ডিফেন্ডার্স : এমির স্পাহিচ (৪), টনি সানজিচ (১৫), সিয়াদ কোলাসিনাচ (৫), ওগ্নিয়েন ভার্নিয়েস (৬), এমিন বিকাকচিচ (৩)।
মিডফিল্ডার্স : মিরালেম পিয়ানিচ (৮), লাজেট হাজরোভিচ (২০), মেনসুর মুজদাজা (১৩), হ্যারিস মেদুনজানিন (১৮), সেনাড লুসিচ (১৬), আনেল হাডজিচ (২১), টিনো সুজিচ (১৪), সেজাদ সালিহোভিচ (২৩), জেভেজদান মিসিমোভিচ (১০), সেনিজাদ ইব্রিচিচ (১৭), এডভিজা ভার্সজেভিচ (২) মুহাম্মদ বেসিচ (৭)।
ফরোয়ার্ডস : ভেডাড ইবিসেভিচ (৯), এডিন জেকো (১১), এডিন ভিসচা (১৯)।
কোচ : সুচিজ সাফেত (বাহরাইন)
ইরান দল :
গোলরক্ষক : দানিয়েল দাভারি (২২), রহমান আহমাদি (১), আলিরেজা হকিকি (১২)।
ডিফেন্ডার্স : হোসেইন মাহিনি (১৩), জালাল হোসেইনি (৪), আমির হোসেন সাদেকি (৫), হাশেম বেকজাদেহ (১৯), মেরদাদ পুলাদি (২৩), আহমেদ আলেনেমেহ (১৭), পেজমান মন্তাজেরি (১৫), স্টেভেন বেইতাসুর (২০), মোহাম্মদ রেজা খানজাদেহ।
মিডফিল্ডার্স : রেজা হাগিগি (৮), আন্দ্রানিক তেইমুরিয়ান (১৪), ঘাশেম হাদাদিফার (১১), বখতিয়ার রাহমানি (১৮), জাভেদ নেকুনাম (৬), এহসান হাজিসাফি (৩)।
ফরোয়ার্ড : খসরু হেইদারি (২), করিম আনসারিফার্দ (১০), রেজা গুচানেজহাদ (১৬) আলিরেজা জাহানবক্স (৯), মাসুদ সোজাই (৭), আশখান দেজাগহ (২১)।
কোচ : কার্লোস কুইরোজ (পর্তুগাল)।
নাইজেরিয়া দল :
গোলরক্ষক : ভিনসেন্ট এনিয়ামা (১), সিগোজিয়ে আজবিম (২১) ও অস্ট্রিন এজিদে (১৬)।
ডিফেন্ডার : এলডারসন এচিয়েজিলে (৩), ইফে অ্যামব্রোস (৫), গডফেরি ওবুয়াবুনা (১৪), আজুবুইকে এগুয়েকভি (৬), ক্যানেথ ওমেরুও (২২), জুয়োন ওসানিভা (১৩), জোসেফ ইয়বো (২) ও কুনলে ওদুনলামি (১২)।
মিডফিল্ডার : জন মাইকেল ওবি (১০), ওগেনিয়ি ওনাজি (১৭), গ্যাব্রিয়েল রিয়াবেন (৪), মিশেল ওসেবো (২০) ও র্যামন আজিজ (১৫)।
ফরোয়ার্ড : আহমেদ মুসা (৭), শলা আমেওবি (২৩), ভিক্টর মসেস (১১), ইমান্যুয়েল এমিনিক (৯), পিটার ওদেমভিনজি (৮), উচে নওফর (১৯) ও ব্যাবাটুনডে মাইকেল (১৮)।
কোচ : স্টেফেন কেশি (নাইজেরিয়া)
গ্রুপ ‘জি’
জার্মানি দল :
গোলরক্ষক : ম্যানুয়েল ন্যুয়ার (১), রোমান ওয়েইডেন ফেলার (২২). রন রবার্ট জিলার (১২)।
ডিফেন্ডার্স : জেরোমে বোয়াটেং (২০), এরিক ডার্ম (১৫), কেভিন গ্রসকেরুয়েটস (২), বেনেডিক্ট হোয়েডেস (৪), ম্যাটস হুমেলস (৫), পার মারতেসকার (১৭), ম্যাথিয়াস গিনটার (৩)।
মিডফিল্ডার্স : জুলিয়ান ড্রাক্সলার (১৪), মারিও গোটশে (১৯), ক্রিস্টোফ ক্রামের (২৩), সামি খেদিরা (৬), টনি ক্রুস (১৮), মেসুত ওজিল (৮), মার্কো রিউস (২১), আন্দ্রে চুরলে (৯), বাস্তিয়ান শোয়েনস্টেইগার (৭), ফিলিপ লাম (১৬)।
ফরোয়ার্ডস : মিরোস্লাভ ক্লোসা (১১), থমাস মুলার (১৩), লুকাস পোডোলস্কি (১০)।
কোচ : জোয়াচিম লো (জার্মানি)
ঘানা দল :
গোলরক্ষক : এডাম লারসেন কাওয়াসে (১২), ফাতাউ ডুডা (১৬), স্টেফেন এডামস (১)।
ডিফেন্ডার্স : স্যামুয়েল ইনকুম (২), ড্যানিয়েল অপারে (৪), হ্যারিসন আফুল (২৩), জন বয় (২১), জসাথস মেনশা (১৯), রশিদ সুমাইলা (১৫)।
মিডফিল্ডার্স : মাইকেল এসিন (৫), সুলে আলি মুনতারি (১১), রবিউ মোহাম্মদ (১৭), কুয়াডু আসামোয়া (২০), ইমানুয়েল এজিম্যাং বাদু (৮), আফ্রিই অ্যাকুয়া (৬), আন্ড্রে আইউ (১০), মুবারক ওয়াকাসো (২২), ক্রিস্টিয়ান আতসু তোয়াসাম (৭), আলবার্ট আদমোয়া (১৪)।
ফরোয়ার্ডস : আসামোয় গায়ান (৩), কেভিন প্রিন্স বোয়াটেং (৯), আব্দুল মজিদ ওয়ারিস (১৮), জর্ডান আইউ (১৩)।
কোচ : আপিয়াহ (ঘানা)।
পর্তুগাল দল :
গোলরক্ষক : রুই প্যাট্রিসিও (১২), বেটো (২২), এডুয়ার্ডো (১)।
ডিফেন্ডার্স : আন্দ্রে আলমেইদা (১৯), ব্রুনো আলভেস (২), ফ্যানিও কোয়েন্ট্রাও (৫), হোয়াও পেরেইরা (২১), নেটো (১৪), পেপে (৩), রিকার্ডো কস্তা (১৩)।
মিডফিল্ডার্স : জোয়াও মুতিনহো (৮), মিগুয়েল ভেলোসো (৪), রাউল মিরেলেস (১৬), রুবেন আমোরিম (২০), উইলিয়াম কারভালহো (৬)।
ফরোয়ার্ডস : ক্রিস্টিয়ানো রোনাল্ডো (৭), এডার (১১), হেলডার পস্টিগা (২৩), হুগো আলমেইদা (৯), নানি (১৭), রাফা (১৫), সিলভেস্টার ভারেলা (১৮), ভিয়েরিনহা (১০) ।
কোচ : বেনেটো পাওলো (পর্তুগাল)
যুক্তরাষ্ট্র দল :
গোলরক্ষক : ব্রাড গুজান (১২), টি হাওয়ার্ড (১) ও নিক রিমান্ডো (২২)।
ডিফেন্ডার : ডামার্কাস বিসলি (৭), ম্যাট বেসলার (৫), জন ব্রুকস (৬), জিওফ ক্যামেরন (২০), টিমি চান্ডলার (২১), ওমর গঞ্জালেজ (৩), ফ্যাবিয়ান জনসন (২৩) ও ডিআন্দ্রে ইয়াডলিন (২)।
মিডফিলডার : কাইল বেকারম্যান (১৫), আ্যালেজান্দ্রো বিদয়া (১১), মাইকেল ব্রাডলি (৪), ব্রাড ডেভিস (১৪), মিক্স ডিসকেকেরুদ (১০), জুলিয়ান গ্রীন (১৬), জারমেইন জোন্স (১৩) ও গ্রাহাম জুসি (১৯)।
ফরোয়ার্ড : যজি আলটিডোর (১৭), ক্লিন্ট দেম্পশে (৮), অ্যারন জোহানসন (৯) ও ক্রিস অন্ডোলস্কি (১৮)।
কোচ : ক্লিন্সম্যান জার্গেন (জার্মানী)
গ্র“প ‘এইচ’
বেলজিয়াম দল :
গোলরক্ষক : থিবাউত কুরটয়েস (১), সিমন মিগনোলেট (১২), স্যামি বসুত (১৩)।
ডিফেন্ডার্স : টবি আল্ডারউইরলেড (২), অ্যান্থনি ভ্যান্ডেন বোরে (২১), ড্যানিয়েল ভ্যান বাইটেন (১৫), ভিন্সেন্ট কোম্পানি (৪), ইয়ান ভারটনগেন (৫), টমাস ভারমালেন (৩), নিকোলাস লম্বার্টস (১৮), লরেন্ত সিম্যান (২৩)।
মিডফিল্ডার্স : অ্যাক্সেল উইটসেল (৬), ম্যারুয়েন ফেলাইনি (৮), স্টেভেন ডিফোর (১৬), মুসা ডেম্বেলে (১৯), নেসার চাদি (২২), কেভিন ডি ব্রাইন (৭), এডেন হ্যাজার্ড (১০), দ্রিস মার্টেনস (১৪), আদান জানুজাই (২০)।
ফরোয়ার্ডস : রোমেলু লুকাকু (৯), ভিক ওরিজি (১৭), কেভিন মিরালাস (১১)।
কোচ : উইলমটস মার্চ (বেলজিয়াম)।
আলজেরিয়া দল :
গোলরক্ষক : রাইস মা’বোলহি (২৩), মোহাম্মদ জেমামুচে (১৬), সেডরিক মোহাম্মদ (১)।
ডিফেন্ডার্স : এসাইদ বেলকালেম (৪), মজিদ বুঘেরা (২), লিয়াসিন কাডামুরো (১৭), ফৌজি গুলাম (৩), রফিক হালিচ (৫), আইসা মান্ডি (২০), কার্ল মেদিয়ানি (১২), জামল মেসবাহ (৬)।
মিডফিল্ডার্স : নাবিল বেনতালেব (১৪), ইয়াসিন ব্রাহিমি (১১), সাফির তাইদার (১৯), হাসান ইয়েবদা (৭), মেদি লাচেন (৮), মেহদি মোস্তেফা (২২)।
ফরোয়ার্ডস : আব্দেলমুমেন দিয়াবু (১৮), সোফিনে ফেঘুলি (১০), রিয়াদ মাহরেজ (২১), ইসলাম স্লিমানি (১৩), হিলাল সৌদানি (১৫), নাবল ঘিলাস (৯)।
কোচ : হালি হদিস বাহিত (বাহরাইন)
রাশিয়া দল :
গোলরক্ষক : ইগর আকিনফিব (১), ইউরি লডিজিন (১২), সার্গেই রিজিকভ (১৬)।
ডিফেন্ডার্স : ভাসিলি বেরেজুটস্কি (১৪), সার্গেই ইগনাসেভিচ (৪), গিওর্গি চেনেনিকভ (৩), ভাদিমির গ্রানাট (১৩), আলেক্সি কজলভ (২), আন্দ্রেই ইয়েসচেনকো (২২), দিমিত্রি কমবারভ (২৩), আন্দ্রেই সেমেনভ (৫)।
মিডফিল্ডার্স : ইগর ডেনিসভ (৭), ইউরি ঝিরকভ (১৮), এলান দাজাগোয়েভ (১০), রোমান শিরকভ (১৫), ডেনিস গ্লুসাকভ (৮), ভিক্টর ফাইজুলিন (২০), ওলেগ শাটভ (১৭)।
ফরোয়ার্ডস : আলেক্সান্ডার কারঝাকভ (১১), আলেক্সি ইয়োনভ (২১), আলেক্সান্ডার কোকোরিন (৯), ম্যাক্সিম কানুনিকভ (৬), আলেক্সান্ডর সামেডভ (১৯)।
কোচ : ফ্যাবিও ক্যাপেলো (ইতালি)
দক্ষিণ কোরিয়া দল :
গোলরক্ষক : জুং সুং-রিয়ং (১), কিম সং-জিউ (২১), লি বাম-ইয়ং (২৩)।
ডিফেন্ডার্স : হং জেয়ং-হো (২০), হুয়াংসেয়ক-হো (৬), কিম চ্যাং-সু (২), পার্ক জু-হো (২২), কিম ইয়ং-গন (৫), ইউন সুকিয়ং (৩), কাওয়াক তায়ে হু (৪), লি ইয়ং (১২)।
মিডফিল্ডার্স : হা ডে-সুং (৮), হ্যান কুক-ইয়ং (১৪), ডং ওন (১৯), কি সুং-ইউয়েং (১৬), কিম বো-কিউং (৭), লিচুং-ইয়ং (১৭), পার্ক জং-ঊ (১৫), সন হিউং-মিন (৯)।
ফরোয়ার্ডস : কিম সিন-উক (১৮), কু জা-চেওল (১৩), লি কিউন-হো (১১), পার্ক চু ইয়ং (১০)।
কোচ : হং মিউংবো (কোরিয়া)
গ্রুপ পর্ব
ক্রমিক নং তারিখ ম্যাচ সময় ভেন্যু
১ ১২ জুন ব্রাজিল-ক্রোয়েশিয়া রাত ২টা সাও পাওলো
২ ১৩ জুন মেক্সিকো- ক্যামেরুন রাত ১০টা নাটাল
৩ – ১৩ জুন স্পেন বনাম নদারল্যান্ডস রাত ২টা সালভাদর
৪ ১৩ জুন চিলি -অস্ট্রেলিয়া ভোর ৪টা কুইয়াবা
৫- ১৪ জুন কলম্বিয়া – গ্রিস রাত ১০টা বেলো হরিজোন্টে
৬ ১৫ জুন আইভরিকোস্ট বনাম জাপান- সকাল ৭টা(পরের দিন) রেসিফে
৭ ১৪ জুন উরুগুয়ে- কোস্টারিকা রাত ১টা ফোর্তালেজা
৮ ১৪ জুন ইংল্যান্ড- ইতালি সকাল ৭ট(পরের দিন) মানাউস
৯ ১৫ জুন সুইজারল্যান্ড- ইকুয়েডর রাত ১০টা ব্রাসিলিয়া
১০ ১৫ জুন ফ্রান্স- হন্ডুরাস- রাত ১টা পোর্তো আলেগ্রো
১১ ১৫ জুন আর্জেন্টিনা-বসনিয়া ভোর ৪টা রিও ডি জেনিরো
১২ ১৬ জুন ইরান- নাইজেরিয়া রাত ১টা কুরিতিবা
১৩ ১৬ জুন জার্মানি- পর্তুগাল রাত ১১টা সালভাদর
১৪ ১৬ ই ঘানা- যুক্তরাষ্ট্র ভোর ৪টা নাটাল
১৫ ১৭ জুন বেলজিয়াম -আলজেরিয়া রাত ১০টা বেলোহরিজোন্তে
১৬ ১৭ জুন রাশিয়া- দ. কোরিয়া ভোর ৪টা কুইয়াবা
১৭ ১৭ জুন ব্রাজিল- মেক্সিকো রাত ১টা ফোর্তালেজা
১৮ ১৮ জুন ক্যামেরুন- বনাম ক্রোয়েশিয়া ভোর ৪টা মানাউস
১৯- ১৮ জুন চিলি -স্পেন রাত ১টা রিও ডি জেনিরো
২০ ১৮ জুন অস্ট্রেলিয়া -নেদারল্যান্ডসস রাত ১০টা পোর্তো আলেগো
২১ ১৯ জুন কলম্বিয়া- আইভরিকোস্ট রাত ১০টা ব্রাসিলিয়া
২২- ১৯ জুন জাপান- গ্রিস ভোর ৪টা নাটাল
২৩ ১৯ জুন উরুগুয়ে- ইংল্যান্ড রাত ১টা সাও পাওলো
২৪ ২০ জুন ইতালি- কোস্টারিকা রাত ১০টা রেসিফে
২৫ ২০ জুন সুইজারল্যান্ড- ফ্রান্স রাত ২টা সালভাদর
২৬ ২০ জুন হন্ডুরাস- ইকুয়েডর ভোর ৪টা কুরিতিবা
২৭ ২১ জুন আর্জেন্টিনা-ইরান রাত ১০টা বেলো হরিজোন্টে
২৮ ২১ জুন নাইজেরিয়া -বসনিয়া ভোর ৪টা কুইয়াবা
২৯ ২১ জুন জার্মানি- ঘানা রাত ১টা ফোর্তালেজা
৩০ ২২ জুন যুক্তরাষ্ট্র- পর্তুগাল ভোর ৪টা মানাউস
৩১ ২২ জুন বেলজিয়াম-রাশিয়া রাত ১০টা রিও ডি জেনিরো
৩২ ২২ জুন দ.কোরিয়া- আলজেরিয়া রাত ১টা পোর্তো আলেগ্রে
৩৩ ২৩ জুন ক্যামেরুন- ব্রাজিল রাত ২টা ব্রাসিলিয়া
৩৪ ২৩ জুন ক্রোয়েশিয়া- মেক্সিকো রাত ২টা রেসিফে
৩৫ ২৩ জুন অস্ট্রেলিয়া-স্পেন রাত ১০টা কুরিতিবা
৩৬ -২৩ জুন নেদারল্যান্ডসস – চিলি রাত ১০টা সাও পাওলো
৩৭ ২৪ জুন জাপান বনাম কলম্বিয়া রাত ২টা কুইয়াবা
৩৮ ২৪ জুন গ্রিস- আইভরি কোস্ট রাত ২টা ফোর্তালেজা
৩৯ ২৪ জুন ইতালি -উরুগুয়ে রাত ১০টা নাটাল
৪০ ২৪ জুন কোস্টারিকা- ইংল্যান্ড রাত ১০টা বেলো হরিজোন্টে
৪১ ২৫ জুন হন্ডুরাস-সুইজারল্যান্ড রাত ২টা মানাউস
৪২ ২৫ জুন ইকুয়েডর-ফ্রান্স রাত ২টা রিও ডি জেনিরো
৪৩ ২৫ জুন নাইজেরিয়া-আর্জেন্টিনা রাত ১০টা পোর্তো আলেগ্রে
৪৪ ২৫ জুন বসনিয়া-ইরান রাত ১১টা সালভাদর
৪৫ ২৬ জুন যুক্তরাষ্ট্র-জার্মানি রাত ১০টা রেসিফে
৪৬ ২৬ জুন পর্তুগাল-ঘানা রাত ১০টা ব্রাসিলিয়া
৪৭ ২৬ জুন দ.কোরিয়া-বেলজিয়াম রাত ২টা সাও পাওল
৪৮ ২৬ জুন আলজেরিয়া-রাশিয়া রাত ২টা কুরিতিবা
দ্বিতীয় পর্ব
৪৯ ২৮ জুন ১এ-২বি রাত ১০টা বেলো হরিজোন্টে
৫০ ২৮ জুন ১ সি-২ডি রাত ২টা রিও ডি জেনিরো
৫১ ২৯ জুন ১ বি-২এ রাত ১০টা ফোর্তালেজা
৫২ ২৯ জুন ১ডি-২ সি রাত ২টা রেসিফে
৫৩ ৩০ জুন ১ই-২ এফ রাত ১০টা ব্রাসিলিয়া
৫৪ ৩০ জুন ১ জি-২ এইচ রাত ২টা পোর্তো আলেগ্রে
৫৫ ১ জুলাই ১এফ-২ই রাত ১০টা সাও পাওলো
৫৬ ১ জুলাই ১এইচ-২জি রাত ২টা সালভাদর
কোয়ার্টার ফাইনাল
৫৭ ৪ জুলাই জয়ী ৪৯-জয়ী ৫০ রাত ২টা ফোর্তালেজা
৫৮ ৪ জুলাই জয়ী৫৩-জয়ী ৫৪ রাত ১০টা রিও ডি জেনিরো
৫৯ ৫ জুলাই জয়ী৫১-জয়ী ৫২ রাত ২টা সালভাদর
৬০ ৫ জুলাই জয়ী ৫৫- জয়ী ৫৬ রাত ১০টা ব্রাসিলিয়া সেমিফাইনাল
৬১ ৮ জুলাই জয়ী ৫৭-জয়ী ৫৮ রাত ২টা বেলো হরিজোন্টে
৬২ ৯ জুলাই জয়ী৫৯-জয়ী ৬০ রাত ২টা সাও পাওলো
তৃতীয় স্থান নির্ধারণী
৬৩ ১২ জুলাই পরাজিত৬১- পরাজিত৬২ রাত ২টা ব্রাসিলিয়া
ফাইনাল
৬৪ ১৩ জুলাই জয়ী ৬১- জয়ী ৬২ রাত ১টা
রিও ডি জেনিরো
COMMENTS