পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের ৫ টি ডাইং ও ওয়াশিং কারখানাকে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গাজীপুরের টঙ্গীর পাঁচটি ডাইং কারখানার মালিক-প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকার সদর দপ্তরে তলব করে শুনানী গ্রহণ করেন।
সরকার ঘোষিত ইসিএভূক্ত তুরাগ নদীর পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের জন্য ওই টাকা জরিমানা করেন। কারখানাসমূহের মধ্যে, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি নির্মাণ ব্যতিত অপরিশোধিত তরল বর্জ্য সরকার ঘোষিত ইসিএ ভূক্ত তুরাগ নদীতে নির্গত করে নদী ও নদীর জীববৈচিত্র, জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি করার অপরাধে সিনটেক্স ফিনিশিং মিলস লিমিটেডকে ২৩ লাখ টাকা, জিন্স কালেকশন (ওয়াশিং প্লান্ট) -কে ৩ লাখ টাকা, লন্ড্রি গেইট প্রাইভেট লিমিটেড (হোসেন ওয়াশিং এন্ড ডাইং)-কে ৩ লাখ টাকা এবং ইউনিক টেক্সটাইল মিলস লিমিটেডকে ৩ লাখ টাকা ও সেফ ফ্যাশন্স লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
COMMENTS