ফায়ারফক্সের খ্যাতি কাজে লাগিয়ে স্মার্টফোনের জগতে দ্যুতি ছড়ানোর মিশনে নেমেছে মজিলা। আগামি কয়েক মাসের মধ্যেই প্রতিবেশী ভারতের বাজারে আসছে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে চালিত মাত্র ২৫ মার্কিন ডলারের স্মার্টফোন। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে সর্বোচ্চ ২ হাজার টাকা। সম্প্রতি মজিলার পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
অলাভজনক প্রতিষ্ঠান মজিলার স্মার্টফোন ইতোমধ্যেই ইউরোপ ও আমেরিকায় সাড়া ফেলেছে। দুর্মূল্যের বাজারে মজিলার এই সুলভ মূল্যের স্মার্টফোনের জন্য হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। তাউ পশ্চিমা দেশে সাফল্যের পর এবার ভারতীয় উপমহাদেশ জয়ের মিশনে নামছে মজিলা।
COMMENTS