ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় শনিবার সকাল থেকে গাজীপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে ফরমালিন মুক্ত অভিযান পরিচালনা করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে অভিযান শুরু করে গাজীপুর জেলা প্রশাসক নুরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুরের পুলিশ সুপার আ. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসিন, গাজীপুরের জেলা ম্যাজিস্টেট মো. আ. মজিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেবাস্টিন রেমা, কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) জিনাত জাহান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর ফারুক, কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক প্রমুখ।
উত্তরবঙ্গ থেকে ফলমূল নিয়ে আসা গণ পরিবহনে অভিযান চালিয়ে প্রথমে দুটি ট্রাক আটক করা হয়। এসময় দুই লক্ষাধিক লিচুতে মাত্রাতিরিক্ত ফরমালিন এবং বিপুল পরিমাণ আমেও ফরমালিন পাওয়া যায়। এছাড়া কলা ও জামের মধ্যেও ফরমালিন পাওয়া যায়। এগুলো আটক করে প্রকাশ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর ফেলে ধ্বংস করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে একটি আম ভর্তি ট্রাক(ঢাকা মেট্টো-ন-১৪-৭১৩২) আটক করে পরীক্ষা করা হয়। এসময় ট্রাকের আমে ১০০.০১ মাত্রায় ফরমালিন পেলে এগুলোও মহাসড়কে ফেলে ধ্বংস করা হয়। এসময় আটককৃত ফলমূলের মালিকরা ফরমালিন পরীক্ষার বিষয় জানতে পেয়ে পালিয়ে যায়। এসময় ৫ লক্ষাধিক টাকা মূল্যের আম ও সাড়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যের লিচু ধ্বংস করা হয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার বাতেন জানান, রমজানকে সামনে রেখে গাজীপুরকে ফরমালিন মুক্ত রাখার চেষ্টায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরনের অভিযান চলমান থাকবে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, রোববার ফলমূল ব্যবসায়ী, মিডিয়া এবং সাধারণ লোকজন নিয়ে ফরমালিন বিষয়ে সচেতনামুলক আলোচনা সভা করা হবে। এরপর একদিন সময় দিয়ে মঙ্গলবার থেকে জেলার সর্বত্র ফরমালিন মুক্ত অভিযান পরিচালনা করা হবে। যাতে ঢাকার পাশের জেলার গাজীপুরকে ফরমালিন মুক্ত করা যায়। দেশের অর্থনৈতিক ক্ষতির জন্য নয় বরং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
COMMENTS