বৈদেশিক মুদ্রা রিজার্ভে রেকর্ড গড়লো কেন্দ্রীয় ব্যাংক। দিন শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। রেকর্ড পরিমাণ রিজার্ভের তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
ছাইদুর রহমান জানান, মূলত রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধি রিজার্ভে রেকর্ড গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ঈদের আগে প্রবাসীরা আরো বেশি অর্থ দেশে পাঠাবেন বলে ধারণা করা হচ্ছে। তাতে রিজার্ভ আগে শক্তিশালী হবে।
গত ১০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল।
COMMENTS