শ্রীপুরের মুলাইদ গ্রামে বাড়ী ওয়ালা কর্তৃক গার্মেন্টস কর্মী গণ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বুধবার তিন যুবককের নামে ধর্ষিতা বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার নুনেশ্বর গ্রামের মৃত আব্দুল মোতালিবের কন্যা (২৭) শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আহাদ মিয়ার বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টেসে চাকরী করতো।
মঙ্গলবার গভীর রাতে বাড়ীর মালিক আহাদ মিয়া তার সহযোগী আবুল কাশেম ও নাজমুল হুদা (দারা) ওই গার্মেন্টস কর্মীর ঘড়ে ঢুকে তিন জনে জোর পুর্বক তাকে উপর্যপুরি ধর্ষণ করে।
এ ব্যাপারে বুধবার বিকেলে ধর্ষিতা বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
COMMENTS