স্থানীয় সরকার শক্তিশালী করণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহীতা বাস্তবায়নের লক্ষে ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অধিবেশনে ইউনিয়নবাসী, সরকারী, বেসরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিশেষ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ জলিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল ও প্ল্যান বাংলাদেশ ইন্টারনেশনালের গাজীপুর পোগ্রাম ইউনিট ম্যানেজার আব্দুল কুদ্দুছ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, গোসিঙ্গা ইউপি চেয়ারম্যান খন্দকআর আসাদুজ্জামান। তিনি উক্ত ইউনিয়নের ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ১ কোটি ৭৯ লাখ ৭৩ হাজার ৩’শ টাকার বাজেট ঘোষনা করেন।
এর মধ্যে ৯ লাখ ৫০ হাজার ৮ শ’ ৭৪ টাকা শিক্ষা, শিশু বিবাহ রোধ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বরাদ্ব রাখা হয়েছে ।প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গাজীপুর প্রোগ্রাম ইউনিট ২০০৮ সাল থেকে উক্ত ইউনিয়নে জনগনের অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত বাজেট ঘোষণায় সহায়তা করে আসছে। এর ধারাবাহিকতায় উক্ত ইউপি বাজেটে নারী, শিশু ও শিশু নির্যাতনে বিষেশ বরাদ্ধের উদ্যোগ গ্রহণ করে।
বাজেট ঘোষণার পর ইউনিয়নবাসী, পেশাজিবী ও গন অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর ও দাবীকে ইউপি চেয়াম্যান স্বাগত জানাান এবং বাজেটে অর্ন্তভূক্ত করার অঙ্গীকার করেন। তিনি ২০১৪-১৫ অর্থ বছরে উক্ত ইউনিয়নে মাদক বিরোধী পদক্ষেপ, শিশু বিবাহ বন্ধ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
COMMENTS