দেশব্যাপী গুম, হত্যা ও অপহরণের প্রতিবাদে গাজীপুরে ১৯ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার বিকালে নগরের রাজবাড়ি সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারের নেতৃত্বে জোটের বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাাহিম, জাপপা সভাপতি সফিউল আলম প্রধান, বিএনপির জেলা সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
COMMENTS