বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও চারা লাগানো হয়েছে। সকালে ‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর শহরে সকালে জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে জেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে লংকা-বাংলা ফাইন্যান্স আয়োজিত ‘সবুজে থাকি, সবুজে বাঁচি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী।
সভায় নজরুল ইসলাম মাস্টারের সভাপত্বিতে প্রধান শিক্ষক মকবুল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেয়ার পর প্রধান অতিথি স্কুল আঙ্গিনায় গাছের চারা লাগান প্রধান অতিথিসহ অতিথি বৃন্দ।
COMMENTS