কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রবিবার এস্তাদিও কাস্তেলাও স্টেডিয়ামে নেদারল্যান্ডস ও মেক্সিকো ম্যাচে প্রথমার্ধ্ব গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই ডস স্যান্তোসের গোলে এগিয়ে গেল মেক্সিকো ৷ কিন্তু, ম্যাচের অন্তিমলগ্নে অসাধারণ গোল করে সমতা ফেরান স্নেইডার ৷
গ্রুপ লিগে অপরাজিত থেকে শেষ ষোলোয় ওঠা ডাচটা এখনও পর্যন্ত ম্যাচে বিশেষ সুবিধা করতে পারেননি ৷ ফোর্তেলেজার ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা ভেবে এদিনই বিশ্বকাপ ফুটবলের ইতিহাতে প্রথমবার সরকারি ভাবে ৩০ মিনিটের মাথায় তিন মিনিটের জলপানের বিরতি দেওয়া হল ৷ যার পোশাকি নাম ‘কুলিং ব্রেক’ ৷
গ্রুপ লিগের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা রবিন ভ্যান পার্সি, আর্জেন রবেনরা মেক্সিকো বক্সে হানা দিতে ব্যর্থ ৷ মাত্র হাতে গোনা দুই থেকে তিনবার মেক্সিকো ডিফেন্সকে দাঁত ফোটাতে পেরেছেন ভ্যান গলের ছেলেরা ৷ ৪৪ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ নষ্ট করেন রবেন-ভ্যান পার্সি ৷ বরং প্রথমার্ধ্বে ম্যাচে আধিপত্য দেখিয়েছে মিগুয়েল হেরেরার ছেলেরাই ৷ নেদারল্যান্ডসের বক্সে বেশ কয়েকবার আঘাত হেনেছে মেক্সিকান ফুটবলাররা ৷ মেক্সিকোর তিকি-তাকা ফুটবলে ছন্দ হারান ডাচরা ৷
COMMENTS