প্রথম বাংলাদেশী হিসেবে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদে নিযোগ পাচ্ছেন এইচএম মুস্তাফা কামাল। আইসিসির ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের এই কর্তা সংস্থাটির ১১তম সভাপতি হিসেবে তার নাম উল্লেখ করেছে।
আজ বৃহস্পতিবার মেলর্বোনে আইসিসির বাৎসরিক সম্মেলন শেষে এমন ঘোষণা আসলো।
আইসিসির সভাপতি হওয়ার পর মুস্তাফা কামাল বলেন, ‘২৬ জুন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য এক স্মৃতিময় ও ঐতিহাসিক দিন।১৪ বছর আগে এই দিনে বাংলাদেশ ১০ম দেশ হিসেবে টেস্ট খেলার অনুমতি পায়।আজ একজন বাংলাদেশী হিসেবে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের ১১তম সভাপতি হতে পারলাম। যারা বাংলাদেশ ও আমাকে এই সম্মান দিলেন তাদের ধন্যবাদ জানাই।’
আইসিসির সভাপতি হওয়ার পর মুস্তাফা কামাল বলেন, ‘২৬ জুন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য এক স্মৃতিময় ও ঐতিহাসিক দিন।১৪ বছর আগে এই দিনে বাংলাদেশ ১০ম দেশ হিসেবে টেস্ট খেলার অনুমতি পায়।আজ একজন বাংলাদেশী হিসেবে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের ১১তম সভাপতি হতে পারলাম। যারা বাংলাদেশ ও আমাকে এই সম্মান দিলেন তাদের ধন্যবাদ জানাই।’
আমি আমার সামর্থ্যমতো আগামী ১২ মাস আইসিসি বোর্ড ও আইসিসি ব্যবস্থাপনায় অবদান রাখতে চেষ্টা করবো।এর জন্য শ্রীনিবাসন ও ডেভিড রির্চাডসনের সঙ্গে আমার বিশ্বাসের সমন্বয় দরকার। এটি হলে আমরা শুধু খেলার মান উন্নতি করতে পারবো তা নয়, একইসঙ্গে আমরা এই মহৎ সংগঠনকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবো।
কামাল ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আইসিসি সহসভাপতি ছিলেন।
কামাল ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আইসিসি সহসভাপতি ছিলেন।
COMMENTS