দেশের সব বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের জন্য ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরী ‘জাতীয় তথ্য বাতায়ন’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ সোমবার।
পাবলিক সার্ভিস সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইউএসএইড ও ইউএনডিপি’র কারিগরি সহায়তায় পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস-টু-ইনফরমেশনের (এটুআই) উদ্যোগে তৈরী “জাতীয় তথ্য বাতায়ন” বাংলা ভাষায় বিশ্বের বৃহত্তম সরকারি পোর্টাল তৈরি করা হয়েছে।
সরকারি উদ্যোগে ২৫ হাজার ৪৩টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই পোর্টালে রয়েছে। নাগরিকদের তথ্য ও সেবা দেওয়ার উদ্দেশ্যেই মূলত তৈরি হয়েছে ওয়েব পোর্টালটি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সা, আইন, মানবসম্পদ উন্নয়ন, পর্যটন, সামাজিক নিরাপত্তা-বিষয়ক তথ্য পাওয়া যাবে ওয়েব পোর্টালটিতে।
এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, ৪০০ ই-সেবা পাওয়ার ধাপ, সার্কুলার, সরকারি ফরম, কর্মকর্তাদের তালিকা, সিটিজেন চার্টার, সাত লাখের বেশি ই-ডিরেক্টরি, উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য, মুক্তিযোদ্ধা তালিকা, জনপ্রতিনিধি, জাতীয় ই-সেবা, বিভিন্ন প্রকল্পের দরকারি তথ্যসহ মোট ২০ লাখের বেশি কনটেন্ট রয়েছে সরকারি এই পোর্টালটিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব দায়িত্বের ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঁয়া। স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ। এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
COMMENTS