আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সুন্নী বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) দেশটির কয়েকটি শহর দখল করে নেয়ার পর ১৭০০ ইরাকি সেনা সদস্যকে হত্যা করেছে বলে দাবি করছে।
রোববার তারা এই দাবি করে এবং দাবির সপক্ষে তারা টুইটারে কিছু ছবি প্রকাশ করে।
ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল কাসেম আল মৌসাবি বলেছেন, প্রকাশিত ছবিগুলো বিশ্বাসযোগ্য। এটি সালাউদ্দিন প্রদেশের ঘটনা। তবে ইরাকি সরকারি কর্মকর্তারা এ ছবিগুলো সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন।
বিদ্রোহীদের এই হত্যা দাবির সত্যতা পাওয়া গেলে ২০০৩ সালে মার্কিন হামলার পর ইরাকে এটিই হবে সবচেয়ে বড় গণহত্যা।
উল্লেখ্য, গত বছর সিরিয়ার দামেস্ক শহরে রাসায়নিক অস্ত্র হামলায় কমপক্ষে ১৪০০ লোক নিহত হয়েছিল।
COMMENTS