বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন জেনিফার লোপেজ। ব্রাজিলের সাও পাওলোতে ১২ জুন বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪ বছর বয়সী এ পপতারকা গান গেয়ে মঞ্চ মাতাবেন বলে জানা গেছে।
কিউবান-আমেরিকান র্যাপ শিল্পী পিটবুল এবং ব্রাজিলিয়ান শিল্পী ক্লদিয়া লেইতের সঙ্গে একই মঞ্চে লোপেজ পরিবেশন করবেন এবারের অফিসিয়াল বিশ্বকাপ-সঙ্গীত ‘ওলে ওলা’।
জেনিফারের এক প্রতিনিধি জানান, আয়োজকদের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে মতবিরোধের কারণে অনুষ্ঠান থেকে নাম প্রত্যাহারের কথা ভাবছিলেন তিনি। কিন্তু ভক্ত ও ফুটবলপ্রেমীদের কথা ভেবে তিনি রাজি হয়ে যান। সাও পাওলোতে প্রায় ৬০ হাজারেরও বেশি দর্শক এই অনুষ্ঠান দেখতে আসবে।
এর আগে, গত সোমবার শোনা গিয়েছিল জেনিফার লোপেজ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন না। অনেকেই ধরে নিয়েছিলেন সম্প্রতি প্রেমিক ক্যাসপার স্মাটের্র সাথে সম্পর্ক ভেঙে যাওয়ায় এবং শাকিরার ‘লা লা লা’ বেশি জনপ্রিয় হওয়ায় হতাশা থেকে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
COMMENTS