বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পোকা মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিচ্ছন্ন কর্মী মারা গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। মৃতের নাম জোসনা বেগম (৪৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মহিষকূড়া গ্রামে।
পুলিশ ও ব্রি কর্তৃপক্ষ জানায়, গাজীপুর মহানগরীস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ক্যাম্পাসে মঙ্গলবার সকালে স্থানীয় ঠিকাদারের পরিচ্ছন্ন কর্মী জোসনা বেগম কাজ করছিল। ঝাড়ু দিয়ে ক্যাম্পাসের ময়লা পরিষ্কার করার সময় ব্রি’র প্রশাসনিক ভবনের পার্শ্ববর্তী পোকা মারার জন্য তৈরী একটি ফাঁদের খুঁটিতে সকাল সাড়ে ৯টার দিকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বিদ্যুতস্পৃষ্ট হবার পর তাকে আশংকাজনক অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন। এসময় ময়নাতদন্ত করে কাটা ছেড়া করার ভয়ে নিহতের লাশ তার স্বজনরা গোপনে বাসায় নিয়ে যায়।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে পুন:রায় হাসপাতালের মর্গে নিয়ে যায়। পরে স্বজনরা ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য লাশ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।
স্বামী পরিত্যাক্তা জোসনা বেগম সন্তানদের নিয়ে গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ব্রি’র পরিচালক (প্রশাসন) মো. শাহজাহান কবির জানান, পোকা মারার জন্য তৈরী ওই ফাঁদটি পুরোনো হওয়ায় বর্তমানে সেটিকে সিকিউরিটি লাইট পোস্ট হিসেবে ব্যাবহার করা হচ্ছে। বৃষ্টির কারণে খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
COMMENTS